ঢাকা , সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ জুনে অনিশ্চিত সাফ পলাতক আ.লীগ নেতাদের প্রত্যাবাসন চাইব : প্রেস সচিব আর্জেন্টিনার কিংবদন্তি গোলরক্ষক গাত্তি আর নেই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে দুদকের অভিযান মানবতাবিরোধী অপরাধ মামলা: জামায়াত নেতা আজহারের আপিল শুনানি কাল বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার আহ্বান প্রধান উপদেষ্টার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, মানবিক সহায়তার দাবি অ্যাঞ্জেলিনা জোলির বাংলাদেশের ভূখণ্ড দিয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেলপথ প্রকল্প স্থগিত করল ভারত ৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস বনানী ১১-তে ব্যাটারিচালিত রিকশাচালক ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষ ৩ মে মহাসমাবেশের ডাক হেফাজতে ইসলামের রাজনৈতিক পর্যায়ে সার্কের অগ্রগতি হয়নি : নেপালের রাষ্ট্রদূত সিলেট টেস্ট: বাংলাদেশকে চাপে রেখেই দিনটা নিজেদের করে নিলেন জিম্বাবুয়ে পারভেজের মতো ছাত্রনেতার খুনীরা দেশ পরিবর্তনের আন্দোলনে ছিলো না: ফখরুল এনসিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার দাবি চট্টগ্রাম মহানগর জামায়াতের আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: নাহিদ যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ সংখ্যক বন্দি বিনিময় রাশিয়া-ইউক্রেনের ‘শেখ হাসিনা ও জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে’

জুনে অনিশ্চিত সাফ

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৫:২৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৫:২৬:১৫ অপরাহ্ন
জুনে অনিশ্চিত সাফ
চলতি বছরের জুনের তৃতীয় সপ্তাহ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ—এই সময়টিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল আসর সাফ চ্যাম্পিয়নশিপ। তবে সময় গড়ালেও এখনো চূড়ান্ত হয়নি ভেন্যু। খেলোয়াড় নিবন্ধনসহ কোনো প্রস্তুতিও শুরু হয়নি। ফলে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সাফের সভাপতি ও বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন জানিয়েছেন, ভেন্যু এখনো চূড়ান্ত নয়। মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে। তিনি বলেন, “সাফের কংগ্রেস সভা ২৪ মে নেপালের কাঠমান্ডুতে বসবে। তার আগ পর্যন্ত কিছু বলা সম্ভব নয়।”

সিনিয়র জাতীয় দলের টুর্নামেন্ট আয়োজনের জন্য কমপক্ষে দুই মাস সময় প্রয়োজন। ফলে ২৪ মে পর্যন্ত সিদ্ধান্ত ঝুলে থাকলে জুনে সাফ আয়োজন প্রায় অসম্ভব।

প্রথমে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে একক ভেন্যুতে ফিরেছে সাফ। ভারত ও বাংলাদেশ ছিল পছন্দের তালিকায়, কিন্তু নানা কারণে তারা পিছিয়ে পড়ে। শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করলেও সেটিও এখন অনিশ্চিত। যদিও শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন তাদের অফিসিয়াল পেজে স্বাগতিক হিসেবে নিজেদের ঘোষণা দেয়, এখন তারাও অপেক্ষমাণ।

মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভের সম্মতি ছাড়া সাফ আয়োজন সম্ভব নয়। তারা ভারত ও বাংলাদেশকে না পাওয়ায় কিছুটা পিছিয়ে গেছে। এই দ্বিধা-দ্বন্দ্বই জুনে সাফ না হওয়ার অন্যতম কারণ বলে জানা গেছে।

এছাড়া, দীর্ঘদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা আনোয়ারুল হক হেলালের পদত্যাগ এবং নতুন সাধারণ সম্পাদক পুরুষত্বম ক্যাটেলের দায়িত্ব নেওয়ার প্রক্রিয়া এখনো শেষ না হওয়ায় সংগঠনেও দেখা দিয়েছে স্থবিরতা।

বাংলাদেশের পরিকল্পনায় ছিল ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচের পর সাফে অংশ নেওয়া। জুনে সাফ না হলে সেই পরিকল্পনায় বড়সড় পরিবর্তন আসতে পারে। এখন ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ম্যাচ ছাড়া বাংলাদেশের সামনে নির্ধারিত কোনো সূচি নেই।

কমেন্ট বক্স
সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ