ঢাকা , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ , ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব সর্দি-কাশি কমাতে উপকারী ৫ পানীয় যেভাবে হত্যা করা হয় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে ফার্মগেটে এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে পিলারের সঙ্গে বাসের ধাক্কা, আহত ১ ২৭ দিনেই এলো ২৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স পুলিশের ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষ জামায়াত আমিরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভোটের আনুপাতে হতে হবে সংসদের উচ্চ কক্ষ: নাহিদ ঐকমত্য কমিশনের বৈঠক: ওয়াকআউটের পর আবারো যোগ দিলো বিএনপি স্টেট ইউনিভার্সিটি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কাইয়ুম, সম্পাদক ফারদিন সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস চার সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের আলোচনা থেকে ওয়াক আউট বিএনপির গাজায় যুদ্ধবিরতি ও মানবিক সহায়তার দাবিতে ফ্রান্স-মালয়েশিয়ার জোরালো আহ্বান আইন উপদেষ্টার প্রতীকী কফিন নিয়ে মিছিল চাঁদপুরে মেঘনা থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার হোয়াইট হাউসের সভা থেকে বের করে দেওয়া হলো জাকারবার্গকে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা মহামারির পর্যায়ে: উপদেষ্টা শারমীন মুরশিদ বরখাস্ত হওয়া থাই প্রধানমন্ত্রী পেলেন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব ভারতে অ্যাপলের কারখানা থেকে সরানো হলো ৩ শতাধিক চীনাকে

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আগামী দুই দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ অবস্থায় বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এক বিবৃতিতে জানান, সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি কলেজের স্থাপনায় হামলা হয়েছে, শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে—এই বিষয়গুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

তিনি আরও বলেন, “মারামারি করে কোনো সমস্যার সমাধান হবে না। এতে শুধু কলেজের স্থাপনা ও শিক্ষার্থীদের ক্ষতি হয় না, আশপাশের পরিবেশও অশান্ত হয়ে পড়ে।”

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, “ছাত্রদের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে ১৫ এপ্রিলও একই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন উত্তেজনা আগেও দেখা গেছে, যা প্রায় সময়ই সহিংসতায় রূপ নেয়।

কমেন্ট বক্স
গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব

গণঅভ্যুত্থানের বার্তা নিয়ে সোহরাওয়ার্দীতে ৪ দিনের সাংস্কৃতিক উৎসব