ঢাকা , সোমবার, ০৩ নভেম্বর ২০২৫ , ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাম্বি জুদাই’ খ্যাত রেশমাকে সম্মান জানালেন নেপালি গায়ক মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল পরিচালক বিএনপির স্থায়ী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক চলছে প্রাইভেটকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ১ অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ যে কারণে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল কেনিয়ায় ভূমিধসে ২১ জনের মৃত্যু নির্বাচনের পরে হবে ইজতেমা: ধর্ম উপদেষ্টা রাশিয়ার তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে ওজন কমানোর বিপজ্জনক পিল যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মারধরের শিকার প্রেমিকের মৃত্যু সালমান শাহর ভক্তদের স্লোগানে উত্তাল প্রেসক্লাব টাঙ্গাইলে অসময়ে রেকর্ড বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা তেলেঙ্গানার মন্ত্রী হলেন ভারতের সাবেক অধিনায়ক আজহারউদ্দিন মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ার থ্রিতে অগ্নিকাণ্ড এনসিপিকে ‘শাপলা’ না দেওয়ার কারণ জানালেন সারোয়ার তুষার শতাব্দীর সব থেকে ভয়াবহ তাণ্ডব চালিয়ে অবশেষে দুর্বল হলো ঘূর্ণিঝড় মেলিসা বোনকে খুন করে হাত-পা ভেঙে লাশ বস্তায় ভরেন ভাই, পুলিশকে বলেন ‘বস্তায় গম

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আগামী দুই দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ অবস্থায় বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এক বিবৃতিতে জানান, সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি কলেজের স্থাপনায় হামলা হয়েছে, শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে—এই বিষয়গুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

তিনি আরও বলেন, “মারামারি করে কোনো সমস্যার সমাধান হবে না। এতে শুধু কলেজের স্থাপনা ও শিক্ষার্থীদের ক্ষতি হয় না, আশপাশের পরিবেশও অশান্ত হয়ে পড়ে।”

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, “ছাত্রদের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে ১৫ এপ্রিলও একই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন উত্তেজনা আগেও দেখা গেছে, যা প্রায় সময়ই সহিংসতায় রূপ নেয়।

কমেন্ট বক্স