ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ , ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনে বিক্ষোভ নেপালের নতুন প্রধানমন্ত্রীর স্বামী বিমান ছিনতাই করেছিলেন শ্রমিকদের অধিকার নিশ্চিতে নতুন সংবিধানের দাবি এনসিপি’র দুপুরে জানা যাবে জাকসু নির্বাচনের ফল পিত্তথলিতে পাথর কেন হয়, কারা বেশি ঝুঁকিতে? লন্ডনে বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে একই ‘প্রেমিকের’ সঙ্গে পালালেন দুই জা খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে : রিজওয়ানা হাসান কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ

সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০৫:২৩:২৭ অপরাহ্ন
সিটি কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আগামী দুই দিন ঢাকা সিটি কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা পৌনে ১২টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত দফায় দফায় শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে রাস্তায় অবস্থান নেয়। একপর্যায়ে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিকেল ৩টার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

এ অবস্থায় বিকেল ৩টা ২৪ মিনিটে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইন এক বিবৃতিতে জানান, সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার (২৩ এপ্রিল) ও বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সিটি কলেজ বন্ধ থাকবে।

শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সিটি কলেজের স্থাপনায় হামলা হয়েছে, শিক্ষার্থীদেরও ক্ষতি হয়েছে—এই বিষয়গুলো অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো, তারা যেন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।”

তিনি আরও বলেন, “মারামারি করে কোনো সমস্যার সমাধান হবে না। এতে শুধু কলেজের স্থাপনা ও শিক্ষার্থীদের ক্ষতি হয় না, আশপাশের পরিবেশও অশান্ত হয়ে পড়ে।”

এদিকে, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি পুলিশ। রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক জানান, “ছাত্রদের এই ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

এর আগে ১৫ এপ্রিলও একই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পুলিশ জানায়, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এমন উত্তেজনা আগেও দেখা গেছে, যা প্রায় সময়ই সহিংসতায় রূপ নেয়।

কমেন্ট বক্স