পরমাণু কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনার পর তৃতীয়বারের মতো বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে উভয় পক্ষ। আলোচনার পরিবেশকে ‘গঠনমূলক’ হিসেবে উল্লেখ করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (২৭ এপ্রিল) ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিত হবে এই আলোচনার তৃতীয় ধাপ। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে বুধবার (২৩ এপ্রিল)।
রোমে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বৈঠকে ইরানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ। দুই পক্ষ সরাসরি মুখোমুখি না হয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বার্তা আদান-প্রদান করেন।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিতে আগামী সপ্তাহে কারিগরি বিশেষজ্ঞদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে।
আলোচনা প্রসঙ্গে আরাগচি বলেন, ‘আশাবাদীও নই, হতাশও নই—আমরা বাস্তববাদী অবস্থানে রয়েছি।'
তিনি আরও বলেন, ‘আমাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, এবং এটি বজায় রাখার অধিকার ইরানের রয়েছে।’
অন্যদিকে, পশ্চিমা দেশগুলো মনে করে, ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি করতে পারে। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
Mytv Online