ক্রিকেট মাঠে এই ধরনের ঘটনা খুবই বিরল। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডেতে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ তার অধিনায়ক শাই হোপের প্রতি ক্ষোভ প্রকাশ করে মাঠ ছেড়ে চলে যান।
ঘটনার শুরু ইংল্যান্ডের ইনিংসের চতুর্থ ওভারে, যখন জোসেফ এবং অধিনায়ক হোপের মধ্যে কোনো একটি সিদ্ধান্তে মতবিরোধ দেখা দেয়।
জোসেফ তখন হাতের ইশারায় কিছু একটা দেখাচ্ছিলেন, যা দেখে ধারাভাষ্যকাররাও বুঝতে পারেন যে তিনি অসন্তুষ্ট। এর মধ্যেই সেই ওভারের চতুর্থ বলে ইংল্যান্ডের জর্ডান কক্সকে আউট করেন জোসেফ। তবে উইকেট শিকারের পরও কোনো উদযাপন না করে বরং মাঠে ঢুকে পড়া কিছু সতীর্থের ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ওভার শেষেই জোসেফ মাঠ ছেড়ে চলে যান, এবং কোচ ড্যারেন স্যামি চেষ্টা করেও তাকে শান্ত করতে ব্যর্থ হন। ধারাভাষ্যকারেরা এ সময় অধিনায়ককে সম্মান জানানোর কথা বলছিলেন।
তবে এক ওভার পর জোসেফ আবার মাঠে ফিরে আসেন। তিনি পরে ১০ ওভার বল করে ৪৫ রান দিয়ে ২ উইকেট নেন।
ম্যাচ শেষে অধিনায়ক হোপ এ ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোচ স্যামি এই আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ওয়েস্ট ইন্ডিজ দলে যে সংস্কৃতি তৈরি করার চেষ্টা চলছে, তাতে এ ধরনের আচরণ মেনে নেওয়া যায় না এবং এ বিষয়ে জোসেফের সঙ্গে আলোচনা করা হবে।