ঢাকা , বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনও ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা আবারও সংশোধন হচ্ছে আরপিও বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ঝুঁকিপূর্ণ নেতৃত্বের ফয়সালা আসমান থেকে আসে: হাসনাত নতুন দুই ছানা পেল সন্তানহারা সেই মা কুকুর রাবির ৩ শিক্ষক বরখাস্ত, ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল তুরাগ নদী থেকে যুবকের লাশ উদ্ধার ইমরান খানের জন্য চিন্তিত ভারতীয় অভিনেত্রী মুনমুন সেন এবার ৪.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাজধানী, উৎপত্তিস্থল যেখানে গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে: ট্রাম্প হবিগঞ্জের প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর! বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে প্রায় ৫শ ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার এভারকেয়ারের পাশে উড়বে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার ৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু ২৫ বছর আগে যা ছিলাম, এখন তার চেয়েও চাঙা বলার পরই বৈঠকে এক ঘণ্টা ঘুমালেন ট্রাম্প জয়পুরহাটে দুর্বৃত্তদের হামলায় ফুফু নিহত, ভাতিজি আহত প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে তালাকের পরে ফের বিয়ে নিয়ে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন সাবিকুন নাহার রাস্তায় ফেলে যাওয়া নবজাতককে সারা রাত পাহারা দিল একদল কুকুর

ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবঙ্গের ৩ জন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৫:২৩:২৯ অপরাহ্ন
ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত পশ্চিমবঙ্গের ৩ জন
ভারতের কাশ্মিরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই পর্যটক। মর্মান্তিক এই হামলায় নিহতদের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দা, যাঁরা ছুটি কাটাতে কাশ্মির গিয়েছিলেন।

গতকাল (মঙ্গলবার) বিকেলে ঘটে যাওয়া এই সন্ত্রাসী হামলার পর ভয়াবহতার চিত্র উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়। জানা গেছে, হামলার সময় জঙ্গিরা পর্যটকদের ধর্ম পরিচয় জানতে চেয়েছিল। এরপর নির্বিচারে গুলি চালায়।

নিহতদের মধ্যে রয়েছেন কলকাতার বাসিন্দা বিতান অধিকারী, যিনি কর্মসূত্রে যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সম্প্রতি ছুটিতে দেশে ফিরেছিলেন। ১৬ এপ্রিল স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মির ঘুরতে গিয়ে প্রাণ হারান তিনি।

আরেকজন নিহত পর্যটক হলেন কলকাতার বেহালার বাসিন্দা সমীর গুহ। তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। সঙ্গে ছিলেন স্ত্রী শবরী গুহ ও কন্যা শুভাঙ্গী গুহ।

এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীশ রঞ্জন মিশ্র। তিনি গোয়েন্দা ব্যুরোতে (আইবি) হায়দ্রাবাদ অফিসে সেকশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং পরিবার নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন কাশ্মিরে।

আজ বুধবার সকালে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “কাশ্মিরে ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক এই সহিংসতায় পশ্চিমবঙ্গের তিনজন নাগরিক নিহত হয়েছেন। দিল্লি বিমানবন্দরে রাজ্য প্রশাসন নিহতদের পরিবারের পাশে আছে এবং কলকাতায় ফিরে আসার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।” বিমানটি আজ (বুধবার) রাত ৮টা ৩০ মিনিটে কলকাতায় পৌঁছাবে বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স