জাতীয় নির্বাচনের আগে প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার নিশ্চিত করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক সংলাপে এসব দাবি জানান দুই দলের শীর্ষ নেতারা।
সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, “জাতীয় নির্বাচন সংখ্যাতাত্ত্বিক (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে হওয়া উচিত। এছাড়া গত জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে, তার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। নারী অধিকার সংস্কার কমিশনের বিতর্কিত বিষয়গুলোও বাতিল করতে হবে।”
একই সুরে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল ইসলাম নূর। তিনি বলেন, “গণহত্যায় জড়িত রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। একইসঙ্গে আগামী জাতীয় নির্বাচনের আগে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে।”
দুই দলের নেতারা আরও জানান, চলমান রাজনৈতিক সংকট নিরসনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্তরিক সংলাপ ও সমঝোতা জরুরি বলে মনে করেন তারা।