খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ১ দফা দাবি, উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নিতে হবে, পাশাপাশি প্রকৃত দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এদিকে একই দাবিতে আমরণ অনশন শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা এগারটায় প্রশাসনিক ভবনের প্রধান ফটকে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী অনশন শুরু করেন।
অনশনকারীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশন শুরু করেছি। কুয়েটের ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব।
উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল-যুবদলের সঙ্গে শিক্ষার্থী ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে অনেকে আহত হন। এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম ও হল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৩ এপ্রিল বন্ধ থাকা কুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষার্থীরা।
এ অবস্থায় ১৪ এপ্রিল রাতে জরুরি সিন্ডিকেট সভা করে সহিংসতার ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ছাড়া বন্ধ থাকা শিক্ষা কার্যক্রম ৪ মে ও আবাসিক হলগুলো ২ মে খোলার ঘোষণা দেওয়া হয়।
এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। তাঁরা পরদিন ১৫ এপ্রিল দুপুরে একের পর এক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেই সঙ্গে উপাচার্যকে অপসারণের এক দফা দাবিতে আন্দোলনে নামেন।