পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সুমন মিয়া ওরফে মো. হাবিবুল বাসার সুমন (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা সিদ্দিকা সোমা।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সহায়তায় গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে দ্রুত ঢাকায় এনে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।