বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। আজ বৃহস্পতিবার ভারতের ছত্তিশগড় থেকে মুম্বাই পুলিশের কাছে একটি অজানা নম্বর থেকে ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়।
মুম্বাই পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ছত্তিশগড়ে তদন্তকারী দল পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফয়জান নামের এক ব্যক্তি এই হুমকির ফোনের পেছনে রয়েছেন।
ফোন কলটির পর শাহরুখের কাছ থেকে ৫০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ লাখ টাকা) চাওয়া হয়। পুলিশ এই ফোনকলের পেছনে কোনো অপরাধী গ্যাং, বিশেষ করে লরেন্স বিষ্ণোইর দলের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। কারণ, সম্প্রতি সালমান খানও বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন।
পুলিশের কাছে খবর রয়েছে যে বিষ্ণোই দলের এক সদস্যকে রাজস্থানে গ্রেপ্তার করা হয়েছে, যা সালমানের হুমকির সঙ্গে যুক্ত থাকতে পারে।
এর আগেও সুপারহিট সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তির পর শাহরুখ হুমকি পেয়েছিলেন এবং তখন থেকেই তাঁর জন্য ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়।
সম্প্রতি তাঁর জন্মদিনে মুম্বাই পুলিশের অতিরিক্ত নিরাপত্তার জন্য তিনি ধন্যবাদ জানান।
শাহরুখ খান ২ নভেম্বর ৫৯ বছরে পা দিয়েছেন এবং সেই দিন রাতে মান্নাতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন।