ঢাকা , বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামিল পরীক্ষার উত্তরপত্র ও বান্ডলিং নিয়ে কঠোর নির্দেশনা ইআবির পেহেলগামে হামলার পর ভারত ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করা যাবে তদন্ত ছাড়াই-স্বরাষ্ট্র মন্ত্রণালয় হোয়াইট হাউসে ইলন মাস্কের চিৎকার-চেঁচামেচি আমি পদত্যাগ করিনি বা আমাকে পদত্যাগ করতেও বলা হয়নি: কুয়েট উপ-উপাচার্য শেখ পরিবারের চার সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন মাহি বিশ্বব্যাংকের প্রতিবেদন: এ বছর অতি দরিদ্র হবে আরও ৩০ লাখ মানুষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নোটিশ জারি পাকিস্তানের মিসাইল ধ্বংসের পরীক্ষা চালাল ভারতীয় নৌবাহিনী অপহরণের ৭ দিন পর মুক্তি মিলল চবির ৫ শিক্ষার্থীর হামজাদের ম্যাচ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বাফুফের মুগদা মেডিকেলে অভিযান, পাঁচ নারীসহ গ্রেফতার ২২ দালাল কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের বৈঠক, বাংলাদেশের উন্নয়নে সর্বাত্মক সহায়তার আশ্বাস ভারতের কড়া অবস্থানের জবাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানও কক্সবাজার-মহেশখালী নৌপথে আনুষ্ঠানিকভাবে সি–ট্রাকের যাত্রা শুরু কাশ্মিরে হামলাকারীদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করে না : মোদি এখনকার আত্মকেন্দ্রিক সভ্যতা বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে: প্রধান উপদেষ্টা স্থগিত হলো সাফ চ্যাম্পিয়নশিপ, অনুষ্ঠিত হবে আগামী বছর ইসলামাবাদ হাইকমিশনের সব কর্মী প্রত্যাহারসহ পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ সিদ্ধান্ত মোদির

 থাইল্যান্ডে বন্ধ হতে যাচ্ছে ফুডপান্ডা

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ১২:৫০:৪৫ অপরাহ্ন
 থাইল্যান্ডে বন্ধ হতে যাচ্ছে ফুডপান্ডা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থ্যাইল্যান্ডে বন্ধ হয়ে যাচ্ছে অনলাইনভিত্তিক খাবার ডেলেভারি প্রতিষ্ঠান ফুডপান্ডা। টানা ১৩ বছরের লোকসানের পর থাইল্যান্ড ছাড়তে চলেছে প্রতিষ্ঠানটি।তারা এখন থেকে শুধু লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দেবে বলেও জানানো হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে থাই সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড।সংবাদমাধ্যমটি বলছে, জার্মান মালিকানাধীন ডেলিভারি প্ল্যাটফর্ম— “ডেলিভারি হিরো” (Delivery Hero) ঘোষণা দিয়েছে, তারা থাইল্যান্ডে তাদের ফুডপান্ডা কার্যক্রম আগামী ২৩ মে থেকে বন্ধ করে দিচ্ছে।




প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিন্যাসের অংশ— অর্থাৎ, তারা এখন থেকে শুধু লাভজনক এশীয় বাজারগুলোর দিকে মনোযোগ দেবে।থাইল্যান্ডে ফুডপান্ডার যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৩ বছর আগে, কিন্তু এই পুরো সময়জুড়ে প্রতিষ্ঠানটি একবারও লাভ করতে পারেনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে লোকসানের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩.৩৬ বিলিয়ন থাই বাতে (প্রায় ৩৮০ মিলিয়ন ডলার)।নেশন থাইল্যান্ড বলছে, ২০২৩ সালে ফুডপান্ডা থাইল্যান্ড প্রায় ৩.৮৪ বিলিয়ন থাই বাত আয় করলেও, সেই বছরও লোকসান হয়েছে ৫২২ মিলিয়ন বাত।




ফুডপান্ডা থাইল্যান্ড বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা গর্বের সঙ্গে ১৩ বছর ধরে এই দেশে সেবা দিয়ে এসেছে। তবে এখনকার বাজার পরিস্থিতি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে আর মেলে না।তারা তাদের গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার এবং রাইডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।ডেলিভারি হিরো আরও জানিয়েছে, থাইল্যান্ডে তাদের আঞ্চলিক সহায়তা কেন্দ্র আগের মতোই চালু থাকবে, যদিও ডেলিভারি কার্যক্রম বন্ধ হচ্ছে।



বিশ্লেষকরা বলছেন, ফুডপান্ডার থাইল্যান্ড থেকে বিদায় নেওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে অতি প্রতিযোগিতাপূর্ণ বাজার এবং অব্যাহত আর্থিক ক্ষতি।একসময় লাইনম্যান ওংনাই নামে থাইল্যান্ডের একটি স্থানীয় প্রতিযোগী প্রতিষ্ঠান ফুডপান্ডা থাইল্যান্ড কিনে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি বাস্তবায়িত হয়নি।থাই ই-কমার্স বিশেষজ্ঞ এবং ক্রিডেন.সিও-এর সিইও পাওউত পংভিটয়াপানু মন্তব্য করেছেন, থাইল্যান্ডের ফুড ডেলিভারি মার্কেট এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে ফুডপান্ডা বিক্রির বদলে সোজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।তিনি বলেন, ফুডপান্ডা থাইল্যান্ডে একটানা লোকসান করেছে এবং এর ছয়টি কোম্পানির সম্মিলিত আর্থিক চিত্র দেখলেই বোঝা যায়— এটা ছিল দীর্ঘদিন ধরে চলা অলাভজনক এক উদ্যোগ।


এদিকে ফুডপান্ডার এই বিদায়ে থাইল্যান্ডের ফুড ডেলিভারি ব্যবসার ভারসাম্যে বড় এক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। এখন স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীরা তাদের বাজার দখলের জন্য প্রতিযোগিতায় নামবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কামিল পরীক্ষার উত্তরপত্র ও বান্ডলিং নিয়ে কঠোর নির্দেশনা ইআবির

কামিল পরীক্ষার উত্তরপত্র ও বান্ডলিং নিয়ে কঠোর নির্দেশনা ইআবির