কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, “সন্ত্রাসীরা যারা-ই হোক না কেন, ভারত তাদের খুঁজে বের করবেই এবং শাস্তি নিশ্চিত করবে। এর জন্য যা যা প্রয়োজন, ভারত তা করবে।”
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন, “দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় হামলা চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে। আমরা তা মেনে নিতে পারি না। যারা হামলার সঙ্গে জড়িত, তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারবে না।” তিনি আরও বলেন, “তাদের সাজা মিলতেই থাকবে, সময় এসেছে তাদের সবকিছু ধ্বংস করে দেওয়ার।”
মোদি জানান, পেহেলগামের হামলায় পুরো ভারত ব্যথিত, শোকাহত। “এই ঘটনায় দেশের কোটি কোটি মানুষ মর্মাহত হয়েছেন। নিহতদের পরিবারগুলোর পাশে রয়েছে পুরো দেশ। ভারতের দুঃখ যেমন এক, আক্রোশও এক,” বলেন তিনি।
অনুষ্ঠানে ভাষণের শুরুতে মোদি পেহেলগামের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং সমবেত হাজার হাজার মানুষের প্রতি আহ্বান জানান— কয়েক মুহূর্ত নীরবতা পালন ও শহীদদের স্যালুট জানাতে।