রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), সেনাবাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে দালালচক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানো হয়েছে। অভিযানে পাঁচ নারীসহ মোট ২২ জন দালালকে গ্রেফতার করা হয়।
অভিযানে ধরা পড়া দালালরা রোগীর ছদ্মবেশে হাসপাতালে ঘোরাফেরা করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিদুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতরা সাধারণ রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত এবং কমিশনের ভিত্তিতে এই অনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিল।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের কার্যক্রম চলছিল হাসপাতালটিতে। এই অভিযান পরিচালনার মাধ্যমে একটি শক্ত বার্তা দেওয়া হলো যে, স্বাস্থ্যখাতে দালালচক্রের কোনো স্থান নেই।
এদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।