ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং তাঁকে নির্বাচনে জয়লাভের জন্য অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, এই কথোপকথনে দুই নেতা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মোদিকে “সত্যিকারের বন্ধু” হিসেবে অভিহিত করেন এবং বলেন, “ভারত একটি দুর্দান্ত দেশ এবং প্রধানমন্ত্রী মোদি একজন দুর্দান্ত মানুষ।”
তিনি আরও বলেন, “পুরো বিশ্ব প্রধানমন্ত্রী মোদিকে ভালোবাসে।”
মোদির পক্ষ থেকে ট্রাম্পকে অভিনন্দন জানাতে এক্স (সাবেক টুইটার)-এও একটি বার্তা পোস্ট করা হয়, যেখানে তিনি ট্রাম্পের বিজয়কে “ঐতিহাসিক” বলে উল্লেখ করেন এবং দুই দেশের মানুষের উন্নতি ও বিশ্ব শান্তির জন্য একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।