চলতি বছর বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ অতি দরিদ্র হবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এতে দেশে অতি দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৩ শতাংশে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। পাশাপাশি সাধারণ মানুষের মজুরি কমায় দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয়ও কমতে পারে।
বিশ্বব্যাংকের মতে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির প্রভাব গরিব মানুষের জীবনে বেশি পড়ছে, ফলে বৈষম্য আরও বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, অতি দারিদ্র্যের হার ৭ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ৯ দশমিক ৩ শতাংশে এবং জাতীয় দারিদ্র্য হার সাড়ে ২০ শতাংশ থেকে বেড়ে ২২ দশমিক ৯ শতাংশে পৌঁছাবে।
Mytv Online