নাটকের জনপ্রিয় মুখ সামিরা খান মাহি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন, যা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। পোস্টে ইঙ্গিত পাওয়া যায়, সাদাত শাফি নাবিল নামে এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্কে টানাপোড়েন চলছে। এরপরই গুঞ্জন ওঠে—তাদের সম্পর্ক বুঝি ভেঙে গেছে।
এ নিয়ে মুখ খুলেছেন মাহি নিজেই। তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক ভেঙে যায়নি। ইনস্টাগ্রামে আমি বলেছি, সম্পর্কের ক্র্যাক ডাউন চলছে, মানে আপ-ডাউন হচ্ছে। কোথাও তো বলিনি ব্রেকআপ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘হয়তো সবাই আমাকে বেশি ভালোবাসে, না হয় একদম বাসে না—তা না হলে এমন হবে কেন? ব্রেকআপ হয়নি, বরং আমার নাম জড়িয়ে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, যা একদমই অনুচিত।’
উল্লেখ্য, এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন সামিরা খান মাহি।
Mytv Online