ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, নগরের খাস জমি কেউ দখল করে রাখলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই জমিগুলো উদ্ধার করে এলাকাবাসীর জন্য খেলার মাঠ ও পার্কে রূপান্তর করা হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে এক গণশুনানিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “৫ আগস্টের পর থেকে উত্তর সিটির বিভিন্ন এলাকায় হকার এবং ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এই সমস্যার সমাধানে নগরবাসীকেই এগিয়ে আসতে হবে।”
অবৈধ অটোরিকশা ব্যবহারে বিরত থাকার এবং হকারদের কাছ থেকে কেনাকাটা না করার অনুরোধ জানিয়ে প্রশাসক বলেন, “বুয়েট ডিজাইন করা বৈধ অটোরিকশা বাজারে এলে, সিটি করপোরেশন তা লাইসেন্স দেবে এবং এর মাধ্যমে অবৈধ যানবাহন সরিয়ে ফেলা হবে।”
তিনি আরও জানান, “চাঁদাবাজি বা যেকোনো ধরনের অনিয়মের তথ্য পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া হোল্ডিং ট্যাক্স সংগ্রহে নাগরিকদের সহায়তায় বিশেষ ট্যাক্স মেলার আয়োজন করা হবে।”
জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আবাসিক এলাকায় অপ্রয়োজনে রাস্তা উঁচু করার ফলে জলাবদ্ধতা বেড়েছে। এই বিষয়ে সিটি করপোরেশন দ্রুত পদক্ষেপ নেবে।”