নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাব করতে রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনকে আহ্বান জানায় সার্চ কমিটি। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে গণ-অধিকার পরিষদ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে তিনজনের নাম প্রস্তাব করেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্ত্রিপরিষদ বিভাগের সচিবালয়ে এসব নাম জমা দেন।
রাশেদ খান সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচন কমিশনে কোনোভাবেই আওয়ামী লীগ, তাদের ছাত্রসংগঠন সংশ্লিষ্ট অথবা আওয়ামী লীগের সুবিধাভোগী কাউকে নিয়োগ দেওয়া উচিত নয়।
এর আগের দিন, বিএনপিও পাঁচ সদস্যের একটি প্রস্তাবনা জমা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের পক্ষ থেকে এই নামগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের কাছে হস্তান্তর করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি গোপন চিঠিও এই প্রতিনিধিদলের মাধ্যমে সচিবালয়ে পৌঁছানো হয়।
সার্চ কমিটি রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং ব্যক্তিগত পর্যায় থেকে প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করতে বলেছে। আজ (৭ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত এই প্রস্তাব জমা দেওয়া যাবে।