পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাথে রয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার সকালে, ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় অনুষ্ঠিত হবে শেষকৃত্য। ৫০টির বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন সেই অনুষ্ঠানে।
ট্রাম্পের অভিবাসন নীতি ও জলবায়ু পরিবর্তন ইস্যুর কড়া বিরোধী ছিলেন পোপ ফ্রান্সিস। বিভিন্ন সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরোধিতা করেও বক্তব্য দেন তিনি।
তবুও মৃত্যুর পর ফ্রান্সিসকে “ভালো মানুষ” উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশ্বকে ভালোবাসতেন তিনি। পোপের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ। গত ২১ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।