ঢাকা , শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ , ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে হাজার জনতা দূষণ ও দখল ঠেকাতে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহ্বান রিজওয়ানার সিনেমার শুটিং সেটে তরুণ নৃত্যশিল্পীর মর্মান্তিক মৃত্যু, দুই দিন পর মরদেহ উদ্ধার দুবাইফেরত ব্যক্তির ট্রাউজার–আন্ডার গার্মেন্টসে ৩ কোটি টাকার স্বর্ণ গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি আটক শান্তি আমাদের অগ্রাধিকার, দুর্বলতা নয়: শাহবাজ শরিফ ক্রাইসিস বললেই রাজনীতিবিদদের সুবিধা হয়: জ্বালানি উপদেষ্টা গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরই চায় জামায়াত সীমান্তে পাকিস্তানি-ভারতীয় সৈন্যদের গোলাগুলি কাশ্মীর হামলা: জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কড়া বার্তা ইরানে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা মধ্যবিত্তের জন্য হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর সুপারিশ বারভিডার তুমি কুৎসিত নও, কেবল দরিদ্র : জোভান ‘দেশের জন্য ভাবতে হবে জুলাই যোদ্ধাদের মতো’ কেএফসি প্রোমোট করে ৩ লাখ ফলোয়ার হারালেন ইউটিউবার 'ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে' প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা জিউফ্রের জীবনাবসান পাকিস্তানিদের এবার বড় দুঃখের বার্তা দিলেন সৌরভ গাঙ্গুলি গরমে লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: জ্বালানি উপদেষ্টা

নিজ দেশেই ভারতীয় বাহিনীর বিমান হামলা

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৪৬:১৪ অপরাহ্ন
নিজ দেশেই ভারতীয় বাহিনীর বিমান হামলা
কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। শুক্রবার (২৫ এপ্রিল) ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের শিবপুরীতে এ হামলার ঘটনায় তাৎক্ষণিক বিবৃতিতে ‘অসাবধানতাবশত’ এমনটি হয়েছে বলে দাবি করেছে আইএএফ।



ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিবপুরীর মনোজ সাগর নামে একজনের বাড়িতে বিমান বাহিনীর একটি জেট থেকে ভারী ধাতব বস্তু পড়েছিল। যার কারণে বাইরের দুটি কক্ষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর জানিয়েছেন, বাড়িতে থাকা চারজনের মধ্যে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। পুলিশ ও প্রশাসনের দল ঘটনাস্থলে রয়েছে।



এ ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। সম্পত্তির ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানায় আইএএফ।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১১টার দিকে শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে একটি ভারী বস্তু পড়ে। সাগর তার সন্তানদের নিয়ে ঘরের ভিতরে খাবার খাচ্ছিলেন। তার স্ত্রী রান্নাঘরে থাকা অবস্থায় বিকট বিস্ফোরণে ছাদটি ফেটে যায় এবং উঠানে প্রায় আট থেকে ১০ ফুট গভীরে একটি গর্ত তৈরি হয়।



এ ছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিবপুরী জেলার পিছোর শহরে বাড়ির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির উপর পড়েছে। বিস্ফোরণের ফলে কম্পন অনুভূত হয়েছে আশেপাশের বাড়িতেও। ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছে পুলিশ।এ বিষয়ে সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) প্রশান্ত শর্মা বলেন, বস্তুটি কোথা থেকে এসেছে তা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। আছড়ে পড়া বস্তুটি অত্যন্ত শক্ত বলে মনে হচ্ছে এবং এতে পোড়ার চিহ্ন রয়েছে। এ ঘটনার পর যোগাযোগ করা হয়েছে গোয়ালিয়র বিমানঘাঁটির সঙ্গে।



গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারত-শাসিত কাশ্মীরের পর্যটনকেন্দ্র পহেলগামে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। এই ঘটনায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসে তলানিতে পৌঁছেছে। হামলায় পাকিস্তানের মদদ আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত। জবাবে পরদিন ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দ্বিপক্ষীয় চুক্তি স্থগিত, আকাশসীমা বন্ধসহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তান।

কমেন্ট বক্স
ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে হাজার জনতা

ম্যাস গেদারিং ফর ফিলিস্তিনে হাজার জনতা