অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোমে বাংলাদেশ দূতাবাস (বাংলাদেশ হাউস) পরিদর্শন করেছেন। পোপ ফ্রান্সিসের মরদেহে শ্রদ্ধা জানাতে ইতালিতে অবস্থান করছেন তিনি।
শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ হাউস পরিদর্শনের সময় অধ্যাপক ইউনূস দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এর আগে, দুপুরে রোমে পৌঁছালে তাকে স্বাগত জানান ইতালি ও ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত।
এর আগে, আর্থনা সম্মেলনে অংশ নিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় সফর করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। চার দিনের কাতার সফর শেষে শুক্রবার রোমে পৌঁছান তিনি। শনিবার (২৬ এপ্রিল) পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় তার অংশ নেয়ার কথা রয়েছে।
Mytv Online