ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যুর ঘটনার পর যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে, তখন সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এমন পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।
শুক্রবার (২৫ এপ্রিল) সিন্ধু প্রদেশের সুক্কুর জেলায় পিপিপির এক সমাবেশে তিনি বলেন, "সিন্ধু নদে হয় পানি বইবে, নয়তো ভারতীয়দের রক্ত।"
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়েছে, বিলওয়াল ভুট্টো ভারতকে অভিযুক্ত করে বলেন, সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে তারা। তিনি দাবি করেন, "সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বাস করে।" এ সময় তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "পাকিস্তান কখনোই সিন্ধু নদ নিয়ে নিজের দাবি ছাড়বে না।"
পহেলগাম হামলার পর ভারতের সিন্ধু পানি চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে আসার প্রসঙ্গে বিলওয়াল বলেন, "নরেন্দ্র মোদি যতই চিৎকার করুক, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানের মাটিতেই রয়েছে।"
তিনি আরও মন্তব্য করেন, "পাকিস্তান ও আন্তর্জাতিক মহল মোদির যুদ্ধকেন্দ্রিক মনোভাব বা সিন্ধু নদের পানি সরিয়ে নেওয়ার প্রস্তাব কখনোই সমর্থন করবে না।"
বিলওয়াল ভুট্টো অভিযোগ করে বলেন, "ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে চুক্তি বাতিল করছে নিজের ব্যর্থতা ঢাকার জন্য।"