ফ্যাসিবাদ ফের মাথাচাড়া দিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চালাচ্ছে— এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আবদুস সালাম বলেন, অবিলম্বে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার দাবি, সীমান্তের ওপার থেকেও শেখ হাসিনার নেতৃত্বে ষড়যন্ত্র চলছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বিএনপি চায় না এই সরকার ব্যর্থ হোক, বরং দ্রুত নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে বিদায় নিক অন্তর্বর্তী সরকার।
তিনি আরও দাবি করেন, প্রধান উপদেষ্টার আশপাশের অনেকের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ উঠেছে। সংস্কারকামী বিএনপিও দেশের স্থিতিশীলতা চায় বলে জানান আবদুস সালাম। তার বক্তব্য, দেশের জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে।