ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদ ও সুরাটে এক হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতভর গুজরাট পুলিশের যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেছে। গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি এই তথ্য জানিয়েছেন।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে ৮৯০ বাংলাদেশি এবং সুরাট থেকে ১৩৪ বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। মন্ত্রী হর্ষ সাংঘভি এই অভিযানকে গুজরাটে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান হিসেবে বর্ণনা করেছেন।
তিনি জানান, গুজরাটে বসবাসরত অবৈধ অভিবাসীদের পুলিশের কাছে আত্মসমর্পণ করতে বলা হয়েছে এবং যেসব ব্যক্তি এই নির্দেশ উপেক্ষা করবেন, তাদের গ্রেপ্তার করে দেশে ফেরত পাঠানো হবে। মন্ত্রী আরও জানান, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দিচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, মন্ত্রী বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই মাদক চোরাচালান ও মানবপাচারের সঙ্গে জড়িত। কয়েকজন গ্রেপ্তারকৃত বাংলাদেশি আল-কায়েদার স্লিপার সেলে কাজ করার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাজ্য পুলিশ অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তারে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে, এবং এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান হর্ষ সাংঘভি।