সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হওয়া ব্যক্তির ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসে তরল সোনার পরিমাণ প্রায় ২.২ কেজি। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস।
আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কাস্টমস বিভাগের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল শুক্রবার আটক ব্যক্তির পোশাক পুড়িয়ে ২ কেজি ১৯৫ গ্রাম লিকুইড/পেস্ট করা স্বর্ণ পাওয়া গেছে। যার বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। আটক আলীম উদ্দিনের বিরুদ্ধে মামলা করে থানায় পাঠানো হয়েছে।
এর আগে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে (৪০) আটক করেন বিমান বন্দরের নিরাপত্তাকর্মীরা। পরে তাঁর শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে।