ইসরায়েলের গাজায় চালানো গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাকায় আয়োজন করা হয়েছে ‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচি। শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে নানা শ্রেণি-পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে জড়ো হতে শুরু করেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় আয়োজকরা প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, আর গায়ে ও হাতে ছিল ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারী নানা প্ল্যাকার্ড ও ব্যানার।
শুধু প্রেসক্লাব নয়, আশপাশের পল্টন ও বায়তুল মোকাররম এলাকাতেও সমর্থকদের অবস্থান করতে দেখা যায়।
‘ম্যাস গেদারিং ফর ফিলিস্তিন’ কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের দাবি জানান।