বৈদ্যুতিক ত্রুটির কারণে রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ১০ মিনিট থেকে মেট্রোরেলের ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিকেল সোয়া পাঁচটার দিকে বিজয় সরণি এলাকার বৈদ্যুতিক সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে পুরো রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।
ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেক যাত্রী স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে, কেউ কেউ বাসসহ অন্যান্য বিকল্প পরিবহনের মাধ্যমে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, বিদ্যুৎ সরবরাহ ত্রুটি মেরামতের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যে মেট্রোরেল চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করা হচ্ছে।
প্রসঙ্গত, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ায় শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে পড়ে। এর প্রভাবে পুরো রুটেই ট্রেন চলাচল স্থগিত রয়েছে।