ঢাকা , সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান লাইভে কান্নার পর অবশেষে বাবাকে নিয়ে ভারত যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা প্রশাসন সংস্কারে টেকসই বিনিয়োগ ও বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা বাবার পাশেই দাফন হবে শহীদকন্যার, কবর খুঁড়লেন দাদা সব বয়সী দর্শক দেখতে পারবেন ‘নীলচক্র’ মেসিকে ২০২৬ বিশ্বকাপেও চান এএফএ সভাপতি থমথমে আত্তারি-ওয়াঘা সীমান্ত, হলো না ভারত-পাকিস্তান সৈনিকদের করমর্দন কাশ্মির ইস্যুতে নিরপেক্ষ তদন্তের আহ্বান পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না : আমির খসরু গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে ৮ সদস্যের কমিটি গঠন মেট্রোরেলে সেবা বিঘ্নিত হলে টেলিভিশন স্ক্রলে জানানোর নির্দেশনা  নতুন অটোরিকশার ডিজাইন করছে বুয়েট, প্রশিক্ষণের পর মিলবে লাইসেন্স পাক-ভারত উত্তেজনা কমাতে ইরানের প্রস্তাবকে স্বাগত জানালেন শেহবাজ রোম থেকে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ লাখ ডলারে বিক্রি হলো টাইটানিক যাত্রীর লেখা চিঠি আইন উপদেষ্টার বাসভবনে মিলল ‘ড্রোন’, নিরাপত্তা জোরদার সন্ত্রাসীরা আবারও কাশ্মিরকে ধ্বংস করতে চায়: মোদি শহীদকন্যা ধর্ষণ: অভিযুক্ত দু’জনের নেয়া হয়েছে ডিএনএ নমুনা ইসরায়েলি সেনাবাহিনীতে সৈন্য সংকট

হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১২:১০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১২:১০:৩৬ অপরাহ্ন
হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
হজ পালন আরও নির্বিঘ্ন ও সহজ করতে চলতি বছর হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তি নির্ভর 'লাব্বাইক' নামে মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছে সরকার। একই সঙ্গে হজযাত্রীদের জন্য হজ প্রি-পেইড কার্ড চালু ও মোবাইল ফোনে রোমিং সুবিধা দেওয়া হবে।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় হজযাত্রীদের এসব সেবা উদ্বোধন করবেন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মামুন আল ফারুক জাগো নিউজকে বলেন, পবিত্র হজ পালনে বাংলাদেশের হজযাত্রীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। এ সমস্যা নিরসন ও হজের অভিজ্ঞতাকে আরও সহজ করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় 'লাব্বাইক' অ্যাপ ও প্রিপেইড কার্ড চালু এবং রোমিং সুবিধা দেওয়ার পদক্ষেপ নিয়েছে।
সোমবার বিকেল ৪টায় বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা হজযাত্রীদের জন্য এ সেবাগুলো উদ্বোধন করবেন বলেও জানিয়েছেন মামুন আল ফারুক।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার হজে বাংলাদেশ থেকে ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

মোবাইল অ্যাপ 'লাব্বাইক'
গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে।

ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) যাচাই এর পর ৪ ডিজিটের পিন সেট করতে হবে। রেজিস্ট্রেশনের সময় হজযাত্রীর মোবাইল নম্বর, পিআইডি (পিলগ্রিম আইডি) ও জন্ম তারিখ প্রয়োজন হবে। একজন হজযাত্রী তার পরিবারের সর্বোচ্চ ৩ জন সদস্যকে ইনভাইটেশন পাঠিয়ে অ্যাপে যুক্ত করতে পারবেন।পরিবারের সদস্যের নাম ও মোবাইল নম্বর দিয়ে ইনভাইটেশন পাঠালে ওই সদস্য তার মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর তারা হজযাত্রীর তথ্য জানতে পারবেন। এছাড়াও গেস্ট (সবার জন্য উন্মুক্ত) ইউজার হিসেবেও রেজিস্ট্রেশন করা যাবে।

অ্যাপের সুবিধা
হজযাত্রী হারিয়ে গেলে বা গুরুতর অসুস্থ হলে বা বিপদে পড়লে জরুরি মুহুর্তে অ্যাপ থেকে এসওএস (সেভ আওয়ার সোলস) বাটনে ক্লিক করলে সাপোর্ট টিম যাত্রীকে উদ্ধার বা সহায়তা করবেন।

অ্যাপের মাধ্যমে নামাজের সময়সূচি, আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। হজযাত্রী ফ্লাইটের বিস্তারিত তথ্য যেমন ফ্লাইট কোড, বোর্ডিং টাইম, ডিপারচার ও অ্যারাইভাল টাইম, লাগেজের ওজনসীমা ইত্যাদি জানতে পারবেন। লোকেশন ট্র্যাকিং যেমন হজযাত্রী গুগল ম্যাপে নিজেদের বা দলের অন্যান্য সদস্যদের অবস্থান নির্ণয় করতে পারবে।দৈনিক হজ সিডিউল; আবাসন তথ্য যেমন হোটেলের নাম, ঠিকানা, দূরত্ব, ছবি, ভিডিও, চেক-ইন/চেক-আউট তারিখ ইত্যাদি অ্যাপ থেকে জানা যাবে।

পরিবারের সদস্যরা তাদের হজযাত্রীকে ট্র্যাকিং করতে পারবেন। মিনা-আরাফার তাবুর লোকেশন ট্র্যাকিং; হজ প্রি-পেইড কার্ডের ব্যালেন্স; ডিজিটাল স্বাস্থ্য প্রোফাইল তথ্য ও সার্বক্ষণিক ভার্চুয়াল স্বাস্থ্য সহায়তা; বাংলাদেশ মেডিক্যাল সেন্টার ও সৌদি হাসপাতালের তথ্য; গাইডভিত্তিক গ্রুপ যোগাযোগ সুবিধা; কুরআন ও হাদিস লাইব্রেরি, কিবলা নির্দেশনা, ডিজিটাল তাসবিহ, হজ ও উমরাহ সহায়িকা; কোরবানি কুপন সংগ্রহ কেন্দ্রের তালিকা; মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থানের বিবরণ; হজ এজেন্সির তথ্য যেমন এজেন্সি নাম, লাইসেন্স নম্বর, প্যাকেজ, রেটিং, রিভিউ প্রদান ইত্যাদি সেবা অ্যাপে অন্তর্ভুক্ত থাকবে।অ্যাপটি হজ ব্যবস্থাপনায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন ধর্ম ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।



হজ প্রি-পেইড কার্ড
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, হজ প্রি-পেইড কার্ড ইস্যু করতে অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। কার্ডের মেয়াদ ৫ বছর। এটি ক্যাশের পরিপূরক

সুবিধা
তৎক্ষণাৎ কার্ড ইস্যু ও ডেলিভারি হবে। কার্ড ইস্যুতে কোন চার্জ বা ফি নেই। লেনদেন প্রসেস ফি ৩ শতাংশ এর স্থলে ১ শতাংশ।

ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, হজ পরবর্তী সময়েও এ কার্ড ব্যবহার করা যাবে। বাংলাদেশি টাকা লোড করে ডলার/সৌদি রিয়াল পাওয়া যাবে। প্রত্যেক হজযাত্রী এক হাজার ২০০ মার্কিন ডলার সমপরিমাণ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা কার্ডে লোড করে নিতে পারবেন।




সৌদি আরবে মাস্টার কার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে নগদ সৌদি রিয়াল উত্তোলন এবং পিওএস (পয়েন্ট অব সেলস) মেশিনে পেমেন্ট সুবিধা, কার্ডে ব্যালেন্স রি-লোড এবং অব্যবহৃত ব্যালেন্স রিফান্ড সুবিধা পাওয়া যাবে এ কার্ডের মাধ্যমে।

কার্ড ইস্যু ও ডলার এনডোর্সমেন্টের নিয়ম
ইসলামী ব্যাংকের সব শাখা থেকে এ কার্ড পাওয়া যাবে। এজন্য মূল পাসপোর্ট/পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, ২ কপি ছবি, হজ ভিসার কপি, সচল মোবাইল নম্বর লাগবে।

তথ্য জানার জন্য দেশ থেকে ১৬২৫৯ এবং ০২-৮৩৩১০৯০ কল সেন্টার, ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করা যাবে।



বিদেশ থেকে +৮৮০১৮৪৪২৪২৬৪৬, +৮৮০১৮১৩১৯৭৯১৫ হোয়াটস অ্যাপ নম্বর এবং +৮৮০৯৬১১০১৬২৫৯ কল সেন্টার নাম্বারে যোগাযোগ করতে হবে।

রোমিং সুবিধা
২০২৫ সালের হজে হজযাত্রীদের জন্য 'গ্রামীণফোন', 'বাংলালিংক' ও 'রবি' বিশেষ ফোন রোমিং প্যাকেজ চাল করেছে। রোমিং প্যাকেজের হজযাত্রীরা সৌদি আরবে মোবাইল সিম কেনা ছাড়াই বাংলাদেশে ব্যবহৃত নিজস্ব মোবাইল সিমের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে কথা বলতে ও বার্তা পাঠাতে পারবেন।



হজ অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হজ রোমিং প্যাকেজগুলো সৌদি মোবাইল অপারেটরগুলোর রেটের তুলনায় সাশ্রয়ী। হজযাত্রীরা প্রচলিত পেমেন্ট গেটওয়ে বা অপারেটরদের মোবাইল অ্যাপসের মাধ্যমে দেশীয় মুদ্রায় সহজেই ১ থেকে ৬০ দিন পর্যন্ত বিভিন্ন মেয়াদের প্যাকেজ ক্রয় ও অ্যাক্টিভেট করতে পারবেন।বিস্তারিত জানতে নিজস্ব মোবাইল অপারেটরের কল সেন্টার/কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা যেতে পারে।



এক্ষেত্রে হজযাত্রীদের জন্য গ্রামীণফোন ছয়টি, রবির তিনটি, বাংলালিংক পাঁচটি স্পেশাল রোমিং প্যাকেজ ঘোষণা করেছে। গ্রামীণফোনের প্যাকেজগুলো কেনার দিন থেকেই সক্রিয় হবে। বাংলালিংকের প্যাকেজ হজযাত্রীরা সৌদি আরব পৌঁছালে সক্রিয় হবে। বাংলালিংকের পোস্টপেইড গ্রাহকরা রোমিং ভয়েস কল সুবিধা পাবেন না।



প্যাকেজ মূল্যের চেয়ে কম অথবা বেশি টাকা রিচার্জ করলে প্যাকেজ অ্যাক্টিভেট হবে না বলেও ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান

ভূমিকম্পে কাঁপলো পাকিস্তান