ঢাকা , মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল সালিশ মনঃপূত না হওয়ায় পিটিয়ে ব্যবসায়ীকে হত্যা নওগাঁয় গণপিটুনিতে ডাকাত নিহত আমি এ দোকানের ‘বান্ধা কাস্টমার’: মারজুক রাসেল নববধূর সাজে নজর কাড়লেন সেলেনা গোমেজ মক্কায় পরিচ্ছন্নতাকর্মীদের যেভাবে আবদার মেটালেন মুশফিক

৪ লাখ ডলারে বিক্রি হলো টাইটানিক যাত্রীর লেখা চিঠি

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০২:৫১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:৫১:১৭ অপরাহ্ন
৪ লাখ ডলারে বিক্রি হলো টাইটানিক যাত্রীর লেখা চিঠি
টাইটানিক জাহাজডুবির কয়েকদিন আগে লেখা এক যাত্রীর একটি চিঠি ৪ লাখ ডলারে (৩ লাখ ব্রিটিশ পাউন্ড) বিক্রি হয়েছে। রবিবার যুক্তরাজ্যের একটি নিলামে রেকর্ড সৃষ্টি করে এই চিঠিটি বিক্রি হয়। বিবিসির খবরে বলা হয়, টাইটানিক যাত্রী কর্নেল আর্চিবাল্ড গ্রেসির লেখা এই চিঠিটি উইল্টশায়ারের হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন নিলামঘরে রবিবার একজন অজ্ঞাতনামা ক্রেতার কাছে বিক্রি হয়। এটি মূল্য হিসেবে ৬০ হাজার ব্রিটিশ পাউন্ড অনুমান করা হয়েছিল।




তবে এটি প্রায় পাঁচ গুণ বেশি দামে বিক্রি হয়েছে।চিঠিটিকে ‘ভবিষ্যদ্বাণীমূলক’ হিসেবে বর্ণনা করা হয়েছে, কারণ এতে কর্নেল গ্রেসি তার এক পরিচিতজনকে লিখেছিলেন যে তিনি ‘তার যাত্রার শেষ পর্যন্ত অপেক্ষা করবেন’।চিঠিটি ১০ এপ্রিল ১৯১২ তারিখে লেখা হয়েছিল, যেদিন তিনি সাউথহ্যাম্পটন থেকে টাইটানিকে উঠেছিলেন। এটি ছিল জাহাজডুবির পাঁচ দিন আগে লেখা।




কর্নেল গ্রেসি ছিলেন প্রায় ২,২০০ যাত্রী ও ক্রুর একজন, যারা নিউইয়র্কগামী টাইটানিকে সফর করছিলেন। এই দুর্ঘটনায় ১,৫০০-এরও বেশি মানুষ মারা যান।প্রথম শ্রেণির যাত্রী কর্নেল গ্রেসি ক্যাবিন সি৫১ থেকে চিঠিটি লেখেন। এটি ১১ এপ্রিল ১৯১২ তারিখে, যখন টাইটানিক আয়ারল্যান্ডের কুইনস্টাউনে থামে, তখন পোস্ট করা হয়।




পরে ১২ এপ্রিল লন্ডন থেকে পোস্টমার্ক হয়।নিলামকারী জানান, টাইটানিকের ভেতর থেকে লেখা কোনো চিঠির এত উচ্চ মূল্য এর আগে কখনো ওঠেনি।কর্নেল গ্রেসির টাইটানিক ডুবির বিবরণ সবচেয়ে সুপরিচিতগুলোর একটি। তিনি পরে ‘দ্য ট্রুথ অ্যাবাউট দ্য টাইটানিক’ নামে একটি বই লেখেন, যেখানে তিনি জাহাজে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।তিনি লেখেন, কিভাবে তিনি ঠাণ্ডা পানিতে উল্টে যাওয়া একটি লাইফবোটের ওপর উঠে বেঁচে যান।গ্রেসি লিখেছিলেন, যেসব পুরুষরা মূলত ওই লাইফবোটে উঠতে পেরেছিলেন, তাদের অর্ধেকের বেশি পরে ক্লান্তি বা শীতে মারা যান।



 
যদিও কর্নেল গ্রেসি টাইটানিক দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন, তবে হাইপোথার্মিয়া ও শারীরিক আঘাতের কারণে তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটে। তিনি ১৯১২ সালের ২ ডিসেম্বর কোমায় চলে যান এবং দুই দিন পরে ডায়াবেটিসের জটিলতায় মৃত্যুবরণ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ

কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ