তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় চার বৃহত্তর বিভাগে দুদিন করে কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির তিন অঙ্গসংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
ঘোষণা অনুযায়ী, আগামী ১০ মে চট্টগ্রামে, ১৭ মে খুলনায়, ২৪ মে বগুড়ায় এবং ২৮ মে ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিটি সমাবেশের আগের দিন সেখানে একটি সেমিনার আয়োজন করা হবে।
সোমবার (২৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এ কর্মসূচির বিস্তারিত জানান। তিনি বলেন, দেশের ১০টি সাংগঠনিক বিভাগকে ৪টি বৃহত্তর ভাগে ভাগ করে সমন্বিত এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে শুধু ভোটার নয়, আগামীর নীতিনির্ধারক হিসেবেও প্রস্তুত করতে চায় সংগঠনগুলো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নেতারা বলেন, চাঁদাবাজিসহ সংগঠনের ভেতরে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসররা এখন জামায়াত ও এনসিপিতে যোগ দিচ্ছে।
Mytv Online