ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে একটি আফ্রিকান শরণার্থী আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে নিহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। হামলায় আরও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইরান-সমর্থিত হুতি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আল মাসিরাহ।
প্রতিবেদনে বলা হয়, ১১৫ জন আফ্রিকান অভিবাসী আশ্রয় নিয়েছিলেন ওই কেন্দ্রে, যাদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা যায়, ধ্বংসাবশেষ থেকে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে, হামলার পর স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া আশা করা হচ্ছে, যদিও দেশটির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।