জুনিয়র নারী এশিয়া কাপ ফুটবলের ড্র সম্প্রতি এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদর দপ্তরে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্বে ‘এইচ’ গ্রুপে অবস্থান নিয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া এবং তিমুরলেস্তে।
এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। এএফসি অ-২০ নারী ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব ২-১০ আগস্ট অনুষ্ঠিত হবে, যেখানে এশিয়ার ৩৩টি দেশ অংশ নেবে। বাংলাদেশকে গ্রুপ সেরা হওয়ার জন্য দক্ষিণ কোরিয়াকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, যাদের অ-২০ নারী টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড রয়েছে।
বাংলাদেশের জন্য, তাদের লক্ষ্য হবে লাওস ও তিমুরলেস্তেকে ভালো ব্যবধানে পরাজিত করে রানার্স-আপ হয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করা। বর্তমানে বাংলাদেশ নারী ফুটবল দল ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্পে রয়েছে এবং তাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আসন্ন জুনের শেষ সপ্তাহে মিয়ানমারে সিনিয়র এশিয়ান কাপের বাছাইয়ের পর, বাংলাদেশ ১-১১ জুলাই সাফ অ-২০ টুর্নামেন্ট আয়োজন করবে, যা তাদের জন্য এএফসি টুর্নামেন্টের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ হবে।