ঢাকা , মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র গতকাল এসেছে বাপ্পার ‘আগামীকাল’ ফেব্রুয়ারি থেকে এপ্রিল লক্ষ্য রেখে নির্বাচনের প্রস্তুতি চলছে: সিইসি ১৯ বছর পর চালু হচ্ছে বিসিবির অ্যাওয়ার্ড নাইট ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ইতালিতে নিহত ২ যুক্তরাষ্ট্র সফরে যাদের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ১ ‘আমার নামে বদনাম করলে, আমার সব পাপ আপনার ঘাড়ে চলে যাবে’ যে কারণে পোল্যান্ডে এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন করবে নরওয়ে সাজা মওকুফ করে ৫৬ বন্দিকে মুক্তি দিল সরকার ‘ইরানিরা কখনোই বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না’ ফোনালাপ বিতর্কে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত ইসরায়েলের কাছে নতুনভাবে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের ‘পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য দর্শক আরও মনে রেখেছে’ শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির আবেদন জানাবেন আইনজীবী সরকারি ভর্তুকি প্রত্যাহার করা হবে, মাস্ককে সতর্কবার্তা ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ চান ট্রাম্প, জানাল হোয়াইট হাউজ ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত ৩৪ মহানবী (সা.) ও মুসা (আ.)-কে নিয়ে ব্যাঙ্গাত্মক চিত্র আঁকায় তুরস্কে চার কার্টুনিস্ট গ্রেফতার আগামী নির্বাচন সুষ্ঠু না হলে কঠিন পরিস্থিতিতে পড়বে দেশ: তাহের

ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা: পাকিস্তান বলছে ‘প্রস্তুত আছি’

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০১:৫৫:২৯ অপরাহ্ন
ভারত-পাকিস্তান যুদ্ধের শঙ্কা: পাকিস্তান বলছে ‘প্রস্তুত আছি’
কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা বাড়ছেই। এমন পরিস্থিতিতে যেকোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘আমরা আমাদের বাহিনী প্রস্তুত রেখেছি। পরিস্থিতি যেকোনো সময় ভয়াবহ হতে পারে—সে অনুযায়ী কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গত চারদিন ধরে নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ভারত ও পাকিস্তান গোলাগুলি চালাচ্ছে। উভয় দেশই পরস্পরকে সংঘর্ষের জন্য দায়ী করছে।

পরিস্থিতি আরও ঘোলাটে হয় জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় দুই ডজনের বেশি মানুষের প্রাণহানির পর। ভারত দাবি করেছে, হামলাকারীদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। তবে ইসলামাবাদ এই অভিযোগ ভিত্তিহীন দাবি করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

এদিকে খাজা আসিফ সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সামনে যুদ্ধের আশঙ্কা রয়েছে।’ পরে জিও নিউজকে দেওয়া বক্তব্যে তিনি জানান, ভুল ব্যাখ্যার সুযোগ যেন না থাকে, তাই স্পষ্ট করে বলছি—পরবর্তী ২-৪ দিন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান, পাকিস্তান এরইমধ্যে চীন, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন মিত্র দেশের সঙ্গে যোগাযোগ করেছে এবং চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।

চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক ও কাতার ইতিমধ্যেই দুই দেশের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গু জিয়াকুন বলেন, ‘ভারত ও পাকিস্তান যেন সংলাপের মাধ্যমে বিরোধ মেটায় এবং আঞ্চলিক শান্তি রক্ষা করে।’

মার্কিন স্টেট ডিপার্টমেন্টও এক বিবৃতিতে বলেছে, তারা দুই দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং শান্তিপূর্ণ সমাধানের পক্ষেই রয়েছে।

এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানিও শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের ওপর গুরুত্বারোপ করেছেন।

কমেন্ট বক্স
ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র

ব্রডব্যান্ড ইন্টারনেট মিলবে সর্বনিম্ন ৫০০ টাকায়, ঘোষণা আইএসপিএবি’র