রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ৮ মে সকাল থেকে শুরু হয়ে এই যুদ্ধবিরতি চলবে ১১ মে পর্যন্ত।
ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক দিক বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেন এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
বিবৃতিতে রাশিয়া বলেছে, ‘আমরা আশা করি ইউক্রেন এই উদারতা ও মানবিক পদক্ষেপের যথাযথ মূল্যায়ন করবে এবং অনুরূপ পদক্ষেপ গ্রহণ করবে।’
তবে যুদ্ধবিরতি লঙ্ঘন হলে কড়া জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রুশ প্রশাসন। বলা হয়েছে, ইউক্রেন যদি যুদ্ধবিরতি ভঙ্গ করে, তবে রুশ বাহিনী কঠোর প্রতিক্রিয়া দেখাবে।
এছাড়াও, রাশিয়া জানিয়েছে, ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত রয়েছে মস্কো। এ ক্ষেত্রে তারা পূর্বশর্ত ছাড়াই শান্তি আলোচনায় যেতে চায়।