দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির আলাদা দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ও সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এই আদেশ দেন।
১৭ বছর আগে আয়কর ফাঁকির মামলায় শাহরিনকে আট বছরের কারাদণ্ড ও ৯২ লাখ টাকা জরিমানা করেন আদালত। সম্প্রতি দেশে ফিরে আজ তিনি আত্মসমর্পণ করে জামিন চান। তবে আদালত আবেদন খারিজ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে তার আইনজীবীরা জানিয়েছেন, শাহরিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এজন্য তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানোর ও ডিভিশন দেওয়ার আবেদন করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দেন।
জামিন আবেদনে শাহরিন দাবি করেন, তিনি ১৯৯৮-৯৯ করবছর থেকে ২০০৬-০৭ করবছর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিয়েছেন এবং তার সব সম্পদের তথ্য সঠিকভাবে উল্লেখ করেছেন। তবু তিনি বিচারিক আদালত থেকে ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেন।