নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণ ‘ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স’ হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন কমিশনের উদ্যোগে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারটির বিষয় ছিল প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার।
আকন্দ বলেন, “সাড়ে ১৫ বছরের স্বৈরশাসক আমলে নির্বাচন কমিশনের কার্যক্রমে মানুষ ভোটের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। অতীতে যেভাবে ‘প্রার্থী সিলেকশন’ হয়েছে, সেটি কোনো স্বাধীন নির্বাচন কমিশনের কাজ হতে পারে না। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন ঘিরে যা ঘটেছে, তা মানুষের মধ্যে সন্দেহ ও আস্থার সংকট তৈরি করেছে।”
তিনি আরও বলেন, “আজকে আমরা লক্ষ্য করছি, কমিশন একটি নতুন পদ্ধতি উপস্থাপন করেছে। তাদের দায়িত্বশীলতা, জবাবদিহিতা ও সাংবিধানিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার জন্য কিছুটা হলেও ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে।”
প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে মতিউর রহমান বলেন, “৫৫ বছরের ইতিহাসে এই প্রথম প্রবাসীদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এটিকে সাধুবাদ জানাই। তবে প্রক্সি ভোটের মতো বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ এতে ভোটের প্রতিফলন বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।”
তিনি বলেন, “ভোটারদের প্রকৃত ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করতে না পারলে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং নির্বাচন কমিশনের উচিত হবে ট্রাস্ট পুনর্গঠনের মতো কাজ করা।”