লিবিয়ার বেনগাজী শহরে প্রবাসী বাংলাদেশিদের জন্য আসছে কনসুলার ও কল্যাণ সেবা নিয়ে গণশুনানি। আগামী ২ মে এই শুনানির আয়োজন করছে ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।
জানা গেছে, গণশুনানিতে লিবিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার নিজে উপস্থিত থাকবেন। তিনি প্রবাসীদের মতামত শুনবেন, সমস্যার কথা জানবেন এবং সমাধানের দিক নির্দেশনা দেবেন।
দূতাবাস জানিয়েছে, এই শুনানির মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি, সেবা প্রদানের মান উন্নত করা এবং দূতাবাসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
বিশেষ করে পাসপোর্ট, আউটপাস, নথিপত্র সত্যায়ন, আইওএম সহায়তায় স্বেচ্ছায় প্রত্যাবাসনসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা করা যাবে এই গণশুনানিতে।
বেনগাজীতে অবস্থানরত প্রবাসীদের এতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছে দূতাবাস।