ঢাকা , শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩৭:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৫ ০৪:৩৭:২৮ অপরাহ্ন
নাটকীয়তার টাইব্রেকার শেষে চ্যাম্পিয়ন কিংস
সাত দিন আগের অসমাপ্ত লড়াই আজ হলো শেষ। শেষ হলো নাটকীয়তায়, উত্তেজনায়, প্রতিশোধে। শেষ হাসি হেসেছে বসুন্ধরা কিংস। টাইব্রেকারে আবাহনীকে ৫-৩ গোলে হারিয়ে আবারও ফেডারেশন কাপের মুকুট নিজেদের করে নিল বর্তমান চ্যাম্পিয়নরা।

আজকের ম্যাচ ছিল সেই ‘বাকি থাকা’ সময়ের খেলা। ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। আর টাইব্রেকার? সেটিও যেন এক থ্রিলার!

আবাহনীর হয়ে চতুর্থ শট নিতে আসেন মিরাজুল ইসলাম। গোলরক্ষক শ্রাবণ দারুণভাবে তার শট ঠেকিয়ে দেন, এবং কিংস তখনই উদযাপন শুরু করে দেয়। কিন্তু নাটক তখনও বাকি। রেফারি ফাউলের বাঁশি বাজিয়ে শট পুনরায় নেওয়ার নির্দেশ দেন।

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হন কিংসের গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। সেখানেই উত্তেজনার নতুন পর্ব—রেফারি সায়মন সানি নয়নকে দেখান হলুদ কার্ড।

পুনরায় শট নিতে আসা মিরাজুল গোল করেন, ম্যাচে সমতা ফেরে। কিন্তু শেষ হাসি হাঁসেনি আবাহনী।

কিংসের হয়ে শেষ শট নেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। বল জালে জড়াতেই ম্যাচ, ট্রফি, ইতিহাস—সব নিজেদের করে নেয় বসুন্ধরা কিংস।

ফাইনাল নয় শুধু, এটা ছিল এক মধুর প্রতিশোধ। কোয়ালিফায়ারে এই আবাহনীই টাইব্রেকারে হারিয়েছিল কিংসকে। সেই ম্যাচে আবাহনী দশজন নিয়ে লড়েও জিতেছিল। এবার দশজন নিয়েই জয় ফিরিয়ে আনল কিংস।

কিংস কোচ ভ্যালরি তিতে আগেও টাইব্রেকারের আগে গোলরক্ষক পরিবর্তন করে বাজিমাত করেছিলেন। এবার আর বদল করেননি। আস্থা রেখেছেন শ্রাবণের ওপর। শ্রাবণও যেন বলছিলেন—“এবার আমিই ফিনিশ করব!” দ্বিতীয় শটে আবাহনীর নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকার শট ঠেকিয়ে ম্যাচে এগিয়ে দেন দলকে।

আবাহনীর পক্ষে গোল করেন রাফায়েল, মাহাদী খান ও মিরাজুল। কিন্তু দ্বিতীয় শট মিসই হয়ে দাঁড়ায় ছিটকে পড়ার কারণ।

অন্যদিকে কিংসের হয়ে একে একে গোল করেন জোনাথন, মোরসালিন, তপু, ইনসান এবং শেষ ও চূড়ান্তভাবে ড্যাসিয়েল।

এই গোলের পর আবাহনীর পঞ্চম শট আর নেওয়ার দরকারই হয়নি। ম্যাচ শেষ, শিরোপা পুনরুদ্ধার, প্রতিশোধ সম্পূর্ণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন