বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৮ জনের কাছ থেকে তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়েবসাইট, ই-মেইল অথবা সরাসরি উপস্থিত হয়ে তথ্য দেওয়া যাবে।
এ ছাড়া সাক্ষ্য দিতে ডাকা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এইচ এম গোলাম রেজা, ওয়ারেসাত হোসেন বেলাল ও আনিসুল ইসলাম মাহমুদসহ ৮ জন সাবেক সংসদ সদস্যকে।
তথ্য চাওয়া হয়েছে র্যাবের সাবেক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, সাবেক ওয়ার্ড কমিশনার সুরাইয়া বেগম এবং লিটন ওরফে লেদার লিটনের কাছ থেকেও।
কমিশন সূত্র জানায়, এর আগে যে ১৫ জনের কাছ থেকে তথ্য চাওয়া হয়েছিল, তাদের কয়েকজন ইতোমধ্যেই ই-মেইলের মাধ্যমে তথ্য দিয়েছেন।
Mytv Online