চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে আজ (৩০ এপ্রিল) রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই শক্তিশালী ক্লাব বার্সেলোনা ও ইন্টার মিলান। বাংলাদেশ সময় রাত ১টায় কাতালানদের ঘরের মাঠে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
ট্রেবল জয়ের লক্ষ্যে এগিয়ে চলা বার্সেলোনা দারুণ ফর্মে রয়েছে। ঘরের মাঠে ফেভারিট হিসেবেই মাঠে নামবে জাভি হার্নান্দেজের দল। যদিও ইনজুরির কারণে দলের মূল স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কিকে পাচ্ছে না বার্সা, তবে তরুণ ইয়ামাল, ফেরান তোরেস ও রাফিনিয়ার ওপর ভরসা রাখছে দলটি।
অন্যদিকে, লিগে ছন্দ হারালেও ইউরোপের মঞ্চে দুর্দান্ত পারফর্ম করছে ইন্টার মিলান। কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিতে এসেছে ইতালিয়ান ক্লাবটি। দলের বড় ভরসা আর্জেন্টাইন স্ট্রাইকার লৌথারো মার্টিনেজ এবং রক্ষণভাগের শক্ত ভিত্তি।
উভয় দলের লক্ষ্য একটাই—প্রথম লেগে জয় তুলে নিয়ে ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুবিধাজনক জায়গা দখল করা।