লাগাতার সপ্তম রাতের মতো সীমান্তে উত্তেজনা—নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের গোলাগুলি ভারত-পাকিস্তান সেনাদের মাঝে। বুধবার (৩০ এপ্রিল) রাতেও শান্ত হয়নি পরিস্থিতি। কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ।
বৃহস্পতিবার (১ মে) সকালে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এ পর্যন্ত কোনও হতাহতের খবর জানানো হয়নি।
নয়াদিল্লির দাবি, গোলাগুলির সূচনা করে পাকিস্তান সেনাবাহিনী। ভারতের পক্ষ থেকে দেয়া হয় পাল্টা জবাব।
এর আগে কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হন অন্তত ২৬ জন। সেই হামলার রেশ ধরেই উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত পরিস্থিতি। হামলার পর থেকেই প্রায় প্রতিদিন রাতেই গোলাগুলি চলছে দুই পক্ষের মধ্যে।
সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, জারি রাখা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দুই দেশের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে বলে পর্যবেক্ষকদের মত।