চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নে ফুটবল খেলার সময় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন শিশু।চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু, আহত ৩ বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টার দিকে বৈরাগ এলাকার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড) সংলগ্ন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বৈরাগ এলাকার মো. আব্দুর রহিমের ছেলে রোহান (১২) ও ইমরান হোসেনের ছেলে মিসবাহ (১৩)। আহত তিনজন হলেন মোস্তাক মিয়ার ছেলে সিয়াম (১১), আবুল কাশেমের ছেলে সিফাত (১০) ও আরও একজন।
স্থানীয়রা জানান, সকালে কেপিজেড পাহাড়ের পাশে একটি মাঠে বন্ধুরা মিলে ফুটবল খেলছিল। এ সময় পাহাড় ধসে পড়ে কয়েকজন শিশু আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রোহান ও মিসবাহকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘পাহাড় ধসে আহত কয়েকজন শিশুকে হাসপাতালে নিয়ে এলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। বাকি আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’
স্থানীয়দের অভিযোগ, কেইপিজেড কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছে। এতে পাহাড় দুর্বল হয়ে পড়েছে। আজকের দুর্ঘটনাও সেই পাহাড় কাটার ফলেই ঘটেছে বলে দাবি করেন তারা।