ঢাকা , বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ , ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন ভেনেজুয়েলার ওপর নৌ অবরোধের হুমকির নিন্দা ইরানের গুম ও নির্যাতনের মামলা শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়েছে’ বলে গাড়ি ম্যানেজ করেন ফয়সাল মেয়েকে নিয়ে ২৫ ডিসেম্বর সকালে ফিরছেন তারেক রহমান হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে দুই ‘সন্দেহভাজন’ আটক উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও কানাডা যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা শেষ স্ট্যাটাসে হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী দ্রুত বিচার আইনের দুই মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাস-আমানসহ ৪৫ জনকে অব্যাহতি হাদিকে গুলির আগের রাতে ফয়সাল তার বান্ধবীকে দেশ কাঁপানোর বার্তা দেন মানিক মিয়া এভিনিউয়ে বিএনসিসির বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঢাকার নিরাপত্তা নিশ্চিতে ডিএমপির চেকপোস্ট ব্যবস্থা জোরদার ট্রাইব্যুনালে নিজের বিচার টিভিতে সরাসরি সম্প্রচারের আবেদন ইনুর শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে তলব ওমরাহ ও হজের সময় শিশু হারানো রোধে সৌদি আরবে বিশেষ ব্রেসলেট চালু বাংলাদেশ সীমান্তে ভারত ৮০ শতাংশ এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপন করেছে অস্ট্রেলিয়ায় ইহুদিদের প্রাণ বাঁচিয়ে ‘জাতীয় হিরো’ আল আহমেদ

নিলামেও নাম ছিল না, সেই স্পিনার ডাক পেলেন আইপিএলে

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০৩:৫২:৫৪ অপরাহ্ন
নিলামেও নাম ছিল না, সেই স্পিনার ডাক পেলেন আইপিএলে
আইপিএলের চলমান অষ্টাদশ আসর থেকে চোটের কারণে ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগস্পিনার ভিগনেশ পুথুর। ২৪ বছর বয়সী এই চায়নাম্যান স্পিনার নিজের অভিষেক মৌসুমেই ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ৯.০৮ ইকোনমিতে। মূলত পার্ট-টাইমারের ভূমিকা পালন করলেও দলের জন্য বেশ কার্যকর ছিলেন তিনি।

ভিগনেশের চোটে মুম্বাই দলে সুযোগ পেলেন নেট স্পিনার রঘু শর্মা। ৩২ বছর বয়সী এই লেগস্পিনার এতদিন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে অনুশীলনে থাকলেও এবারই প্রথম আইপিএলে খেলার ডাক পেলেন। নিলামের চূড়ান্ত তালিকায় না থাকলেও ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে মুম্বাই।

এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘ভিগনেশ দলের সঙ্গেই থেকে চোট পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার যত্ন নেবে মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিক্যাল ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিট।’ বাঁ-হাতি এই স্পিনারের চোট কিছুটা ব্যতিক্রমধর্মী—দুই হাঁটুর নিচের হাড়ে চোট পেয়েছেন তিনি।

আইপিএলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ভিগনেশ। পাঞ্জাব ও পুন্ডুচেরির হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৫৭টি উইকেট নেওয়ার পাশাপাশি তার বোলিং গড় ছিল মাত্র ১৯.৫৯। লিস্ট এ ক্রিকেটে ৯ ম্যাচে ১৪টি উইকেট, আর তিনটি টি-টোয়েন্টিতে রয়েছে ৩টি উইকেট।

এদিকে, আইপিএলের শুরুটা মোটেও ভালো ছিল না মুম্বাইয়ের জন্য। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখে তারা। তবে এরপর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল রয়েছে টেবিলের তিন নম্বরে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন

উপদেষ্টা পরিষদের বৈঠক গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন