আইপিএলের চলমান অষ্টাদশ আসর থেকে চোটের কারণে ছিটকে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের লেগস্পিনার ভিগনেশ পুথুর। ২৪ বছর বয়সী এই চায়নাম্যান স্পিনার নিজের অভিষেক মৌসুমেই ৫ ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। বোলিং করেছেন ৯.০৮ ইকোনমিতে। মূলত পার্ট-টাইমারের ভূমিকা পালন করলেও দলের জন্য বেশ কার্যকর ছিলেন তিনি।
ভিগনেশের চোটে মুম্বাই দলে সুযোগ পেলেন নেট স্পিনার রঘু শর্মা। ৩২ বছর বয়সী এই লেগস্পিনার এতদিন ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে অনুশীলনে থাকলেও এবারই প্রথম আইপিএলে খেলার ডাক পেলেন। নিলামের চূড়ান্ত তালিকায় না থাকলেও ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে তাকে দলে টেনেছে মুম্বাই।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, ‘ভিগনেশ দলের সঙ্গেই থেকে চোট পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন। তার যত্ন নেবে মুম্বাই ইন্ডিয়ান্সের মেডিক্যাল ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ইউনিট।’ বাঁ-হাতি এই স্পিনারের চোট কিছুটা ব্যতিক্রমধর্মী—দুই হাঁটুর নিচের হাড়ে চোট পেয়েছেন তিনি।
আইপিএলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নজর কেড়েছিলেন ভিগনেশ। পাঞ্জাব ও পুন্ডুচেরির হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৫৭টি উইকেট নেওয়ার পাশাপাশি তার বোলিং গড় ছিল মাত্র ১৯.৫৯। লিস্ট এ ক্রিকেটে ৯ ম্যাচে ১৪টি উইকেট, আর তিনটি টি-টোয়েন্টিতে রয়েছে ৩টি উইকেট।
এদিকে, আইপিএলের শুরুটা মোটেও ভালো ছিল না মুম্বাইয়ের জন্য। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখে তারা। তবে এরপর নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে হার্দিক পান্ডিয়ার দল রয়েছে টেবিলের তিন নম্বরে।