বেশ কিছুদিনের দর কষাকষির পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে কিয়েভের দুর্লভ খনিজ সম্পদে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকার পেল যুক্তরাষ্ট্র এবং বিনিময়ে ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
বুধবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে এ চুক্তি স্বাক্ষর হয়। খবর রয়টার্সের।
চুক্তি অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনে যুক্তরাষ্ট্র আর্থিক ও সামরিক সহায়তা দেবে এবং ইউক্রেন তার খনিজ সম্পদ থেকে অর্জিত আয়ের ৫০ শতাংশ পুনর্গঠন তহবিলে প্রদান করবে। কিয়েভের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, এই চুক্তি ইউক্রেনের অর্থনীতিকে আবারও চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা চলছে। এর আগে মার্চ মাসে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে এক উত্তপ্ত বৈঠক হয়। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই চুক্তি দুদেশের কূটনৈতিক সম্পর্কেও অগ্রগতির ইঙ্গিত বহন করছে।