কাশ্মীর সীমান্তে উত্তেজনার মাঝে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (এলওসি) এলাকায় পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ মে) এই মহড়ায় অংশ নেয় দেশটির ট্যাংক, কামান ও গোলাবারুদে সজ্জিত সেনাদল। খবর দিয়েছে জিও নিউজ।
পাকিস্তান সেনাবাহিনীর সূত্রে জানা যায়, মহড়াটি মূলত শত্রুপক্ষের সম্ভাব্য আগ্রাসনের জবাবে “তৎপরতা ও প্রস্তুতির” একটি প্রদর্শন। এতে বিভিন্ন ইউনিটের অফিসার থেকে শুরু করে সাধারণ সেনারাও অংশ নেন। মহড়ায় সেনাদের গোলাবারুদ ব্যবহার এবং যুদ্ধ পরিস্থিতির অনুশীলন দেখা গেছে।
সামরিক মহড়ার একদিন আগে, ৩০ এপ্রিল, এলওসি-র কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ভারতীয় সেনারা ‘বিনা উস্কানিতে’ ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে দাবি পাকিস্তানের। এরপর পাল্টা জবাবে পাক সেনারা ভারতীয় বাহিনীর কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী, গোলাগুলির পরই এই উচ্চমাত্রার সামরিক মহড়া আয়োজন করা হয়।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জন সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। ভারত এই ঘটনার জন্য পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠে।
ভারত পাল্টা ব্যবস্থা হিসেবে সিন্ধু নদ চুক্তি বাতিলের হুমকি, সীমান্ত বন্ধ, এমনকি কিছু আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ স্থগিত করে। জবাবে পাকিস্তানও সিমলা চুক্তি স্থগিত এবং ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ ঘোষণা করে।