ঢাকা , বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী ইসরাইলকে সহায়তার অভিযোগে ৩৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করল হামাস রেমিট্যান্স না আসলে সরকারের টিকে থাকা মুশকিল ছিল: প্রধান উপদেষ্টা রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা ৪ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন কুকুর টানাটানি করছিল ব্যাগ, ভেতরে পাওয়া গেল নবজাতকের মরদেহ আইনের বেড়াজাল পেরিয়ে ভালোবাসার পরিণয়, জেলখানায় বিয়ে সম্পন্ন ৩ হাজার ৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দিল ইসরাইল এ ওয়ান পলিমার ও আনোয়ার গ্যালভানাইজিং ডিলার সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে নোবেল শান্তি পুরস্কারের তথ্য ফাঁসের সন্দেহ, তদন্তে কমিটি শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশের সাউন্ড গ্রেনেড-জলকামান মসজিদুল আকসার খতিবের ওপর ৬ মাসের নিষেধাজ্ঞা আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত কিশোরগঞ্জের মাহবুব ঢাকায় সামান্য বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত ত্রাণ বিতরণ সিম্বলিক, মূল উদ্দেশ্য ছিল অবরোধ ভাঙা : শহিদুল আলম জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান দুই দিন পেছাল ভারী অস্ত্র নিয়ে পাক সেনাদের ওপর আফগানিস্তানের হামলা, সীমান্তে সংঘর্ষ গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল

ইউক্রেইন শান্তি আলোচনায় ‘আর মধ্যস্থতা নয়’, বলল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১১:২২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১১:২২:৪১ পূর্বাহ্ন
ইউক্রেইন শান্তি আলোচনায় ‘আর মধ্যস্থতা নয়’, বলল যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনায় তাদের ‘সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছে’ এবং আর ‘বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে’ অংশ নেবে না।রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দীর্ঘ যুদ্ধবিরতিতে রাজি না হওয়ার পর যুক্তরাষ্ট্র বলেছে, তারা আর ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে না।মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আলোচনায় তাদের ‘সহযোগিতার পদ্ধতি বদলাচ্ছে’ এবং আর ‘বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে গিয়ে বৈঠকে’ অংশ নেবে না।




“আমরা সহযোগিতা অব্যাহত রাখবো, তবে আমরা আর মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে বৈঠক করবো না,” বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস এমনটাই বলেছেন বলে জানিয়েছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফ।যুক্তরাষ্ট্র ও ইউক্রেইনের মধ্যে খনিজ চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিনকয়েকের মধ্যে ওয়াশিংটন শান্তি আলোচনার মধ্যস্থতা থেকে পিছু হটল। ডনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেইনে অস্ত্র সরবরাহে তার প্রশাসনকে সবুজ সঙ্কেত দিয়েছেন বলেও খবর বেরিয়েছে।ক্ষমতায় বসার আগে, এমনকী শুরুর মাসগুলোতেও ইউক্রেইন যুদ্ধ নিয়ে ট্রাম্প ইউক্রেইনকেই সবচেয়ে বেশি দোষারোপ করেছেন, শান্তি আলোচনায় তারাই বাধা দিচ্ছে বলে বারবার অভিযোগও করেছিলেন। তবে সম্প্রতি তার সুর খানিকটা নরম হয়েছে। উল্টো পুতিনের ওপর তার হতাশা বাড়তে দেখা যাচ্ছে।






ক্রেমলিন কিইভের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও, গত সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া একটি শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে। ওই প্রস্তাবে ইউক্রেইনের যে যে এলাকা মস্কোর কব্জায় রয়েছে সেগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার কথা ছিল না।
এদিকে ইউক্রেইন বারবারই বলেছে তারা তাদের ভূমির দাবি ছাড়বে না; সেগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিয়ে পুতিনকে তার আগ্রাসনের জন্য পুরস্কৃত করাটাও ঠিক হবে না। যুদ্ধপূর্ববর্তী ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণই এখন মস্কোর বাহিনীর হাতে।
ট্যামি ব্রুস বলেছেন, মস্কো ও কিইভকে এখন যুদ্ধ বন্ধে ‘সুনির্দিষ্ট’ প্রস্তাবনা হাজির করতে হবে এবং সংঘাত বন্ধে মুখোমুখি বৈঠকে বসতে হবে।পরিস্থিতি এখন যা, তাতে এই যুদ্ধ যে ‘সহসা শেষ হচ্ছে না’ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বৃহস্পতিবার তা স্বীকার করে নিয়েছেন।




“উভয় পক্ষই শান্তি প্রতিষ্ঠায় অপরের শর্তগুলো কী তা জানে এবং এখন চুক্তিতে আসা এবং এই নৃশংস, নৃশংস সংঘাত বন্ধ করাটা পুরোপুরি তাদের ওপর নির্ভর করছে।

“ইউক্রেনীয়দের ক্ষেত্রে, হ্যাঁ, তারা অবশ্যই রাগান্বিত হতে পারে যে তারাই তো আক্রান্ত, কিন্তু আমরা কি কয়েক মাইল অঞ্চল জুড়ে এইভাবে বা অন্যভাবে হাজার হাজার সৈন্য হারাতে থাকবো?” ফক্স নিউজকে এমনটাই বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী

ভারতে চলন্ত বাসে আগুন, পুড়ে মারা গেলেন ১৯ যাত্রী