ঢাকা , শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ , ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর সেই তন্বীর সম্মানে ডাকসুর গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিল ছাত্রদল ইসরায়েলি হামলা ও অনাহারে গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ হাজার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতির কোনো প্রয়োজন নেই: ট্রাম্প শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের গুণগত পরিবর্তনের কারিগর: মাহফুজ আলম লাইনচ্যুত ট্রেন উদ্ধারে গিয়ে উদ্ধারকারী ট্রেনও লাইনচ্যুত ব্রাহ্মণবাড়িয়ায় দুই কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গা জব্দ প্রেসিডেন্ট হওয়ার খবর উড়িয়ে দিলেন পাকিস্তানের সেনাপ্রধান বিদেশে বাংলাদেশি সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ যেসব জেলায় বৃষ্টি হতে পারে আজ ফারুকীর সর্বশেষ অবস্থা জানালেন তিশা গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল শেখ হাসিনা গণশত্রুতে পরিণত হয়েছে: এ্যানি পাঁচ মেডিকেল কলেজে হচ্ছে বার্ন ইউনিট শেখ মুজিব জাতির পিতা নন, স্বাধীনতায় তার ত্যাগ স্বীকার করি: নাহিদ করমর্দন করলেন ট্রাম্প ও পুতিন ভোলাগঞ্জের পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাতনামা আসামি ২ হাজার ৪০ মিনিট অ্যাম্বুলেন্স আটকে রাখলো সিন্ডিকেট, ভেতরে নবজাতকের মৃত্যু ভারতে বাংলাভাষীদের হেনস্তার তীব্র সমালোচনা করলেন মমতা

নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০২:২৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০২:২৫:০৮ অপরাহ্ন
নেইমারের ‘বিশেষ উপহার’ পেলেন পলাশ!
নেইমার জুনিয়র ইনস্টিটিউটের পক্ষ থেকে বিশেষ এক উপহার পেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। এই বিশেষ উপহারটি তার হাতে তুলে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু, প্রবাসী বাংলাদেশি ও সমাজকর্মী রবিন মিয়া।

নেইমারের খুব কাছের মানুষ হিসেবে রবিন মিয়াকে চেনেন বাংলাদেশের ফুটবলভক্তরা।

নেইমারের সঙ্গে তাকে দেখা গেছে নানা আন্তর্জাতিক ইভেন্টে। সেই রবিন মিয়া বর্তমানে ঢাকায় এসেছেন সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে। ঢাকায় ফিরে তিনি দেখা করলেন নেইমারভক্ত পলাশের সঙ্গে এবং তুলে দিলেন স্পেশাল সেই উপহার।

সামাজিক মাধ্যমে পলাশ একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যায়, হাতে একটি ভিনটেজ বোতলের মতো কিছু ধরে আছেন তিনি।

পলাশ বলেন, “এটা একজন স্পেশাল মানুষের কাছ থেকে পাওয়া, আমার জীবনের স্পেশাল এক উপহার।”

এরপর বোতলটি রবিন মিয়াকে দিয়ে বলেন, “এই গিফটের পেছনের গল্পটা উনি ভালো বলতে পারবেন।”

রবিন মিয়া জানান, এটি ব্রাজিলের 'জুনিয়র নেইমার ইনস্টিটিউট'-এর একটি ইউনিক গিফট।

তিনি বলেন, “এটা ওখানকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তৈরি। আমি নিজে ব্রাজিল থেকে এটা পলাশের জন্য এনেছি। কারণ সে শুধু নেইমারের ফ্যান না, একটা ফাউন্ডেশনও চালায়, যেটা নেইমারকে জানানো হয়েছে। নেইমার এতে খুব খুশি হয়েছেন।”

রবিন আরও বলেন, “পলাশ এই উপহার ডিজার্ভ করে। আর ইনশাআল্লাহ সুযোগ হলে নেইমারের সঙ্গে দেখা করাবো।”

পলাশ জানান, “আমি নিজেও ফাউন্ডেশন নিয়ে কাজ করি। রবিন ভাই এর কথা নেইমারকে বলেছেন। নেইমার এটা জেনে খুশি হয়েছেন বলেই এমন ভালোবাসা পাঠিয়েছেন।
বোতলটির গায়ে যে আর্টওয়ার্কগুলো, সেগুলো ইনস্টিটিউটের ছোট ছোট বাচ্চারা নিজের হাতে এঁকেছে। এটা খুব স্পেশাল আমার কাছে।”

নেইমারের প্রতি ভালোবাসা ফিরিয়ে দিতে তিনিও একটি উপহার তৈরি করছেন বলে জানান পলাশ।

তিনি বলেন, “আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে নেইমারের জন্য একটি বিশেষ উপহার বানাচ্ছি। সেটা রবিন ভাইয়ের মাধ্যমেই পাঠাবো।”

এছাড়া বিশ্বকাপে মাঠে বসে ব্রাজিলের খেলা দেখার স্বপ্নও প্রকাশ করেছেন এই অভিনেতা।

উল্লেখ্য, ব্রাজিলের জুনিয়র নেইমার ইনস্টিটিউট সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়াভিত্তিক উন্নয়নে কাজ করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম

কন্টেন্ট তৈরির সুযোগ দিচ্ছে পাবজি গেম