পাকিস্তানের সঙ্গে চলমান সীমান্ত উত্তেজনার মধ্যেই শক্তিপ্রদর্শন করলো ভারত। শুক্রবার (২ মে) উত্তর প্রদেশে দেশটির বিমান বাহিনী এক জরুরি অবতরণের মহড়া চালায়, যেখানে অংশ নেয় একাধিক আধুনিক যুদ্ধবিমান।
অনুশীলনে অংশ নেয় রাফাল, জাগুয়ার, মিরাজ-২০০০, সুখয়-৩০, মিগ-২৯ এবং সি-১৩০ জে সুপার হারকিউলিসের মতো যুদ্ধবিমান। গঙ্গা এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি অংশে প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ একটি ‘ইমার্জেন্সি ল্যান্ডিং ফ্যাসিলিটি’ তৈরি করে সেখানে হয় এই মহড়া।
এর আগে, গত বৃহস্পতিবার (১ মে) পাকিস্তান ঝিলমের তিল্লা ফায়ারিং রেঞ্জে যুদ্ধবিমান, কামান ও ট্যাংকসহ ব্যাপক সামরিক মহড়া চালায়। দেশটির সেনাবাহিনী জানায়, শত্রু পক্ষের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতেই এই প্রস্তুতি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান এই মুহূর্তে ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণেরও প্রস্তুতি নিচ্ছে। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়ছে।
প্রসঙ্গত, কাশ্মিরে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত সরাসরি পাকিস্তানকে দোষারোপ করে। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা বাড়তে থাকে। দুই দেশ একে অপরের সঙ্গে সীমান্ত বন্ধ, চুক্তি স্থগিতসহ একাধিক কূটনৈতিক সিদ্ধান্ত নেয়।