ঢাকা , রবিবার, ০৪ মে ২০২৫ , ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এপ্রিলে রেমিট্যান্স এলো ২৭৫ কোটি ডলার ব্যারিস্টার আবদুর রাজ্জাক মারা গেছেন খাদে পড়ল ভারতীয় বাহিনীর গাড়ি, ৩ সেনা নিহত বৃষ্টি নিয়ে নতুন বার্তা, যা জানালো আবহাওয়া অফিস টানা ১৫ ঘণ্টা সংবাদ সম্মেলন করে রেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু ব্রাজিলিয়ান কোচেই বাজি কাফুর বার্কশায়ার হ্যাথাওয়ের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট জম্মু-কাশ্মিরে ভারতীয় তিন সৈন্য নিহত হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখপ্রকাশ ভারতীয় ভক্তদের সংকট হচ্ছে, গণতন্ত্রই নেই: ফখরুল এলপি গ্যাসের দাম কমলো বাংলাদেশিদের জন্য সীমিত পরিসরে ভিজিট ভিসা চালু করেছে আমিরাত খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের প্রতি যেসব নির্দেশনা বিএনপির নিবন্ধন ফিরে পাওয়ার আপিল শুনানি দ্রুত করার আবেদন জামায়াতের গাঁজা চাষ ও সেবনের বৈধতা চেয়ে মেক্সিকোতে বিশাল র‍্যালি ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার জেরে বিমান চলাচল বন্ধ ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যানের মৃত্যু এখনো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এটা গ্রহণযোগ্য নয়- কামাল আহমেদ রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনা শেষ হবে ১৫ মে: আলী রীয়াজ রিমার্কের ভূয়সী প্রশংসা করলেন শিল্প সচিব

বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ১২:৫৬:১৪ অপরাহ্ন
বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধার
পাইলট জানান, হঠাৎ করেই বিমানটি নিচে নেমে যেতে থাকে তখন তিনি এটিকে একটি জলাভূমিতে নামাতে বাধ্য হন।বিমান বিধ্বস্ত হয়ে ‘কুমির বেষ্টিত’ জলাভূমিতে ৫ জন, ৩৬ ঘণ্টা পর উদ্ধারবলিভিয়ার আমাজোনাস অঞ্চলের জলাভূমিতে জরুরি অবতরণের পর এক বিমানের পাঁচ যাত্রী কুমির বেষ্টিত অবস্থায় আটকা পড়েন, এভাবে ৩৬ ঘণ্টা থাকার পর তাদের উদ্ধার করা হয়।




স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তিরা বিমানটির উপরে উঠে বসেছিলেন। বৃহস্পতিবার বিমানটি নিখোঁজ হয়। এর ৪৮ ঘন্টা পর স্থানীয় জেলেরা জলাভূমিতে ছোট বিমানটির উপরে তাদের বসে থাকতে দেখেন।বলিভিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বেনি বিভাগের জরুরি অভিযান কেন্দ্রের পরিচালক উইলসন আভিলা জানান, উদ্ধার পাওয়াদের মধ্যে তিনজন নারী, একজন শিশু ও ২৯ বছর বয়সী পাইলট আছেন। তারা ‘বেশ ভাল’ অবস্থায় আছেন।বেনি বিভাগে রেডার থেকে বিমানটি হারিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়।




উদ্ধার পাওয়ার পর পাইলট আন্দ্রেস ভেলার্দে স্থানীয় গণমাধ্যমকে জানান, বলিভিয়ার উত্তরাঞ্চলীয় শহর বাউরেস থেকে মধ্যাঞ্চলীয় ত্রিনিদাদ শহরে যাওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে গেলে ইতানোমাস নদীর কাছে জরুরি অবতরণ করতে বাধ্য হন তিনি।
ভেলার্দে জানান, হঠাৎ করেই বিমানটি নিচে নেমে যেতে থাকে তখন তিনি এটিকে একটি অগভীর হ্রদের কাছে জলাভূমিতে নামাতে বাধ্য হন।বিমানটিতে থাকা তারা পাঁচজন এর উপরে উঠে বসে থাকেন। এ সময় চারদিক থেকে কুমির এসে তাদের ঘিরে ধরে বলে জানান তিনি। এগুলোর কোনো কোনটি প্রায় তিন মিটার কাছে চলে আসে।




ভেলার্দে জানান, তার ধারণা চুইয়ে পড়া পেট্রলের গন্ধে কুমিরগুলো সেখানে আসে। ঘণ্টার পর ঘণ্টা ধরে অপেক্ষা করে থাকা সময় তারা একটি অ্যানাকোন্ডাও দেখেন। এ সময় এক যাত্রীর সঙ্গে থাকা কাসাভা রুটি খেয়ে থাকেন তারা।“আমরা পানি পান করিনি আর কুমিরগুলোর জন্য কোথাও যেতেও পারিনি,” বলেন তিনি।পরে স্থানীয় জেলেরা জলাভূমিতে বিমানটিতে দেখতে পান। তাদের কাছ থেকে খবর পেয়ে একটি হেলিকপ্টার পাঠিয়ে আটকা পড়াদের উদ্ধার করে আনা হয়। উদ্ধার করার পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের হাসপাতালে পাঠানো হয়।

কমেন্ট বক্স