রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক রায়হান রাফী।
পরিচালক জানান, দুপুরে শট দেওয়ার পর মনির হোসেন স্বাভাবিকভাবেই সহশিল্পীদের সঙ্গে কথা বলছিলেন। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ তার শরীর খারাপ করে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা জানান, তিনি মারা গেছেন।
রাফী বলেন, অল্প বয়সে এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার মরদেহ ঢাকায় পরিবারের কাছে পাঠিয়েছি এবং তাদের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করছি।
শুটিং ইউনিটের সদস্যদের ধারণা, সকালে মনির স্ট্রোক করেছিলেন। তবে তিনি তা কাউকে জানাননি বা কোনো অস্বস্তির কথাও বলেননি।
জানা গেছে, মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন এবং সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন।