ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। এ হামলার পর তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। রোববার (৪ মে) এ খবর জানায় তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
স্থানীয় সময় সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে। এরপর নিশ্চিত হওয়া যায়, ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি বিমানবন্দরের কাছাকাছি এলাকায় আঘাত হেনেছে।
এ ধরণের কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামলাটি প্রতিহত করতে একাধিকবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে। ফলে, বিমানবন্দরের আকাশ প্রতিরক্ষা ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সামরিক বাহিনী।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে বিমান বাহিনী সক্রিয় হয়েছিল, তবে সফল হতে পারেনি।